যশোর থেকে ছেড়ে গেছে দূরপাল্লার গণপরিবহন

0
310

নিজস্ব প্রতিবেদক : যশোর থেকে ছেড়ে গেছে দূরপাল্লার গণপরিবহনআজ (সোমবার) সকাল থেকে সারাদেশে দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু করেছে। একই সাথে সীমিত যাত্রী নিয়ে ট্রেন, লঞ্চও চলাচল করছে। এদিকে যশোর থেকে বিভিন্ন সকালেই দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন ছেড়ে গেছে। যশোরের মণিহার, কেন্দ্রীয় বাসটামিনাল, পুরাতন খুলনা বাসস্টান্ডসহ সব স্টান্ড থেকে দূরপাল্লার গণপরিবহন ছেলে গেছে বলে নিশ্চিত করেছেন জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।
এদিকে লকডাইন আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।