যশোর দু’ রোহিঙ্গা পুলিশের হেফাজতে

0
349

বিশেষ প্রতিনিধি : রোববার সকালে যশোর শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় শ্রমিকেরা দু’জন রোহিঙ্গাকে আটকে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ রোহিঙ্গাদের হেফাজতে নিয়ে পড়েছে মহা সমস্যায়।
কোতয়ালি মডেল থানার এসআই কাউয়ূম মুন্সী জানান,রোববার সকাল আনুমানিক ৯ টায় মোবাইল ডিউটি করা কালে জানতে পারেন,যশোর শংকরপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকার কেশবপুর বাসস্ট্যান্ড এলাকায় দু’জন রোহিঙ্গাকে শ্রমিকেরা আটকে রেখেছে।উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পৌছে রোহিঙ্গা দু’জনকে হেফাজতে নেয়। এদের মধ্যে একজনের নাম আরিফ(২৮) ও পিতা বিলাল। অপর জনের নাম অজানা ব্যক্তি (৪৫)। পুলিশের হেফাজতে আসা দু’জন রোহিঙ্গাদের ব্যাপারে পাওয়া গেছে বিভিন্ন তথ্য। কেউকেউ বলছে,ভারত থেকে পুশব্যাক উক্ত রোহিঙ্গা দু’জন রোববার বেনাপোল থেকে যশোর শংকরপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় আসার পর স্থানীয় শ্রমিকেরা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। দু’জনের ভাষা বোঝা না গেলেও তারা মায়ানমার থেকে এসেছে এটা বোঝা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here