যশোর দড়াটানা মোড় হতে মাগুরা ভায়না মোড় পর্যন্ত চার লেনে উন্নীত করণের বাধাগ্রস্থ হওয়ার আশংকা

0
1083

মহাসড়কের ২য় কিলোমিটার হাউজিং এলাকায় নিউ মার্কেট মোড়ে নির্মিত স্থাপনা অপসারনের তাগিদ

এম আর রকি : যশোর সড়ক বিভাগের নিয়ন্ত্রনন্ত্রণাধীন যশোর শহরের দড়াটানা মোড় হতে মাগুরা ভায়না মোড় পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করণে বাধাগ্রস্থ হওয়ার আশংকা প্রকাশ করেছেন সওজ সড়ক বিভাগ যশোর কর্মকর্তা। সম্প্রতি উক্ত বিভাগ থেকে একটি পত্র জারী করে সংশ্লিষ্ট বিভাগকে মহাসড়কের পাশে স্থাপনা নির্মাণের ফলে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি নানা সমস্যার কারনে অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর যশোর সড়ক বিভাগ সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাংগীর আলম স্বাক্ষরিত স্মারক নং ২৩৮৬(৭) মোতাবেক যশোর উপ-বিভাগীয় প্রকৌশলী গৃহ সংস্থাপন উপ-বিভাগকে প্রেরিত চিঠিতে যশোর দড়াটানা মোড় – মাগুরা (ভায়না মোড়) ( এন-৭০২) মহাসড়কের ২য় কিলোমিটার হাউজিং এলাকায় নিউ মার্কেট মোড়ে মহাসড়কের পাশে স্থাপনা নির্মানের ফলে যানজট সৃষ্টি হচ্ছে। হাইওয়ে এ্যক্ট(১৯২৫ অনুযায়ী রাইট অব ওয়েব ১০ মিটারের মধ্যে কোন স্থাপনা করা যাবেনা। বর্ণিত মহাসড়কটি ৪ লেনে উন্নীত করণে জন্য ডিপিপি প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত স্থাপনা নিমার্ণের ফলে সড়কটি ৪-লেনে উন্নীত করনের জন্য বাধাগ্রস্থ হবে। আরো উল্লেখ করা হয়েছে,যশোর (দড়াটানা মোড়) মাগুরা (ভায়না মোড়) জাতীয় ( এন-৭০২) মহাসড়কের ২য় কিলোমিটার হাউজিং এলাকায় নিউ মার্কেট মোড়ে নির্মিত স্থাপনা অপসারনের জন্য অনুরোধ করেন। প্রদানকৃত পত্র তত্বাবধায়ক প্রকৌশলী সওজ সড়ক সার্কেল যশোর,যশোর জেলা প্রশাসক,পুলিশ সুপার,এষ্টেট ও আইন কর্মকর্তা(সওজ) খুলনা জোন খুলনা,যশোর পৌরসভার মেয়র,যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুলিপি দেওয়া হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা গেছে,যশোর শহরের উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ সওজ যশোর বিভাগের রাস্তার দু’ ধারে অবৈধ স্থাপনা সৃষ্টি করা হয়েছে যাতে প্রতিনিয়ত যানজট চরম আকার ধারণ করেছে।তাছাড়া, উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে যশোর মাগুরা মহাসড়কের সওজ বিভাগের রাস্তার দু’ধারে যে পরিমান স্থাপনা থাকার কথা তা অধিকাংশ গ্রাস হয়ে গেছে। তাছাড়া, ওই সড়কে ৪ লেনে উন্নীত করণের যে পরিকল্পনা চলছে তা চরমভাবে বাধাগ্রস্থ হবে বলে বিভিন্ন মহল মনে করেন। উক্ত সড়ক ৪ লেনে উন্নীত করা হলে এক দিকে যাতায়াতে যতটা সুবিধার পাশাপাশি যানজট চিরতরে অবসান ঘটবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here