যশোর নরেন্দ্রপুর ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

0
384


বিশেষ প্রতিনিধি : যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নে জাতীয় স্মার্টকার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়,পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ২৫ ফেব্রয়ারি সকাল ৮টা থেকে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। এদিনে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ৪ হাজার ৩শ’ ৬০জন নাগরিকের মাঝে এ স্মার্টকার্ড বিতরণের কথা থাকলেও সাড়ে ৩ হাজারের মত কার্ড বিরতণ করা হয়। স্মার্টকার্ড বিতরণকে পুঁজি করে প্রত্যাশীদের কাছ থেকে সরকারিদলের নাম ভাঙ্গিয়ে কতিপয় ব্যক্তি এ ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যের ছত্রছাঁয়ায় বিতরণের প্রথম দিনে হাতিয়ে নিয়েছে প্রায় দু’লক্ষাধিক টাকা। এ ব্যাপারে সরেজমিনে গেলে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা স্মার্টকার্ড নিতে আসা একাধিক নারি-পুরুষ অভিযোগ করেন, ছাত্রলীগ পরিচয়ধারী এলাকার কিছু ছেলেরা লাইন থেকে দেড়শ’ থেকে ২শ’ টাকার বিনিময়ে আগে নাম্বার সিলিপ সংগ্রহ করে দিচ্ছে। অপরদিকে দায়িত্বপ্রাপ্ত কার্ড বিতরণকারিরা মুল কার্ড নেয়ার পরে গ্রাহকদের বাধ্য করছে নকল কপি তৈরি করতে। এক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ৩০টাকা করে আদায় করা হচ্ছে। রূপদিয়া বাজারের সার ব্যবসায়ী ইমরান জানান, এ কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম করছে সংশ্লিষ্ট প্রদানকারি ও স্থানীয় একটি সংঘবন্ধ চক্র। কার্ড নিতে হলে একটি আবেদন ফরম পুরণ করা লাগবে বলে কম্পিউটার অপারেটর ৩০টাকা হাতিয়ে নেয়। এভাবে বিশেষ করে মহিলাদের কাছ থেকে নানাভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
এ ব্যাপারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিএম সবুজ হাসানের সাথে কথা বলে জানা যায় এ ধরনের অভিযোগ আমিও জানতে পেরেছি। তবে ছাত্রলীগের নাম ব্যাবহার করে যারা এই অপকর্ম চালাচ্ছে তারা আমাদের দলের কেউ না। এ অপকর্ম আর যেন না হয় সে দিকে খেয়াল রেখে আগামি স্মার্টকার্ড বিতরণ কালে সজাগ থাকব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here