যশোর নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম নেই

0
270

এবারও তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমানে সকল প্রস্তুতি সম্পন্ন করার খবর ফাঁস
বিশেষ প্রতিনিধি : যশোর নার্সিং ইন্সটিটিউটের নার্সিং ইনষ্ট্রাক্টর ইনচার্জ মোছাঃ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে ভর্তি জালিয়াতি,পুণঃ ভর্তি জালিয়াতি,অনিয়মসহ নানা অভিযোগের গঠিত তদন্ত কমিটি গত ৯ দিনে যশোরে আসেনি। তদন্ত কমিটিকে ম্যানেজ করতে দূর্নীতিবাজ সেলিনা ইয়াসমিন বুধবার সকালে প্রথম ফ্লাইট ধরে ঢাকা গিয়ে দ্বিতীয় ফ্লাইট ধরে যশোর কর্মস্থলে ফিরে এসেছে। এবারও তিনি তদন্ত রিপোর্ট তার পক্ষে নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে যশোর ফিরেছে বলে সূত্রগুলো জানিয়েছেন।
গত ১৫ মে নার্সি ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকা মহা পরিচালক (অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদারের আদেশে যশোর নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোছাঃ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে যশোর নার্সিং ইনষ্টিটিউটের ভর্তি জালিয়াতি,পূনঃ ভর্তি জালিয়াতি,অনিয়মসহ নানা অভিযোগের প্রেক্ষিতে প্রধান মন্ত্রীর কার্যালয় ও দূর্নীতি দমন কমিশন কর্তৃক প্রেরিত অভিযোগ সমূহ সরেজমিনে তদন্তের জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সভাপতি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকা পরিচালক (শিক্ষা) জাহেরা খাতুন ও সদস্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকা নার্সিং অফিসার ও ডিপিএম, মোঃ খোরশেদ আলম। কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্রধান মন্ত্রী কার্যালয় ও দুদক থেকে সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়ার কথা উল্লেখ করেন। তদন্ত কমিটি সভাপতি ও সদস্য নির্দেশ পাওয়ার পর গত ৯ দিনেও যশোর আসেনি। সূত্রগুলো বলেছে,গত বুধবার সকালের প্রথম ফ্লাইটে করে মোছাঃ সেলিনা ইয়াসমিন ঢাকা নার্সি ও মিডওয়াইফারি দপ্তরের মহা পরিচালকের সাথে সাক্ষাত করে দ্বিতীয় ফ্লাইটে কর্মস্থলে ফিরে আসেন। তিনি গত বারের ন্যায় তদন্ত কমিটিকে ম্যানেজ করার জন্য যা করার প্রয়োজন তিনি তাই করে এসেছে বলে সূত্রগুলো আশংকা প্রকাশ করছে। নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করেছেন,মোছাঃ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে হলে সরকারী অন্য দপ্তরের কর্মকর্তা দিয়ে তদন্ত করালে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলে চিরন্তন সত্য বলে প্রমানিত হবে। গত বারের ন্যায় এবারও নার্সিং ও মিডওয়াইফারি দপ্তরের কর্মকর্তা দিয়ে তদন্ত করানো হচ্ছে। গঠিত তদন্ত কমিটি মহা পরিচালকের বাইরে যাওয়ার উপায় নাই। তাহলে তদন্ত প্রতিবেদন যশোরে না এসেও ঢাকায় বসে সরেজমিন তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আশংকা প্রকাশ করছে যশোর নার্সিং ইনস্টিটিউটে কর্মরত ইনস্ট্রাক্টর ও শিক্ষার্থীরা। সূত্রগুলো আরো বলেছে,ইনচার্জ সেলিনা ইয়াসমিন এবারও মোটা অংকের উৎকোচ নিয়ে মাঠে নেমে পড়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলি চিরন্তন সত্য এটা তিনি নিজেও জানেন। সত্যকে মিথ্যা প্রমানিত করার জন্য তিনি যা প্রয়োজন তিনি তাই করতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে নার্সিং ইন্সটিটিউট যশোরে যাদেরকে তদন্ত কমিটির সামনে হাজির করা হবে তাদেরকে মনোনীত করা হয়েছে। তারা সেলিনা ইয়াসমিনের পক্ষে সাফাই গাওয়ার পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমান করতে তিনি সকল প্রস্তুতি গ্রহন করেছে বলে সূত্রগুলো দাবি করেছেন। আর এবার তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট তার পক্ষে নিতে পারলে তাকে আর কিছুই করা যাবেনা। দূর্নীতির পরিমান তিনি আরো বাড়িয়ে দেবেন। তাই অবিলম্বে তদন্ত কমিটির কার্যক্রম গতিশীল করতে ও নার্সিং ও মিডওয়াইফারি দপ্তরের বাইরে সরকারী অন্য কোন দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করালে মহা দূর্নীতিবাজদের এই সমাজ তথা বর্তমান সরকারের উদ্দেশ্য সফল হবে বলে মনে করছেন নার্সিং ইন্সটিটিউট সংশ্লিষ্টরা। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here