যশোর নীলগঞ্জ সাহাপাড়ায় চাঁদার দাবিতে চিহ্নিত সন্ত্রাসীদের দফায় দফায় হামলা ॥ অভিযোগ দায়ের

0
560

বিশেষ প্রতিনিধি : দফায় দফায় ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে যশোর শহরতলী নীলগঞ্জ সাহাপাড়ার নয় বাড়িতে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ঘটনার ১৬ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ সন্ত্রাসী ও তার সহযোগীদের গ্রেফতার না করায় চরম আতংকগ্রস্থ্য হয়ে পড়েছে ওই অঞ্চলের সনাতন ধর্মের বিভিন্ন পেশার মানুষেরা।
নীলগঞ্জ সাহাপাড়া এলাকায় গিয়ে জানাগেছে,রোববার দুপুর ১ টায় নীলগঞ্জ সাহাপাড়ার শ্যামল শীলের বাড়িতে ওই এলাকার আবুল কাশেমের ছেলে সন্ত্রাসী মহাসিনসহ আরো ২ সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। তারা শ্যামল শীলের কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। টাকা না দিলে স্ত্রী মেয়েকে জোর পূর্বক অপহরণ করার হুমকী দেয়। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মহাসিনসহ তার সহযোগীরা রোববার দিবাগত গভীর রাত ১২ টায় শ্যামল শীলের বাড়িতে দ্বিতীয় দফা হামলা চালায়। এসময় বাড়িতে ভাংচুর করে হুমকী দিয়ে ওই রাতে শ্যামল পাল,অসিত সিংহ, রতন কর্মকার,রতন বিশ্বাস,বিষ্ণুপাল,তিত্ত সাহা,ইন্দ্রজিত ও সুভাষ বালার বাড়িতে পর্যায়ক্রমে প্রবেশ করে তাদের কাছেও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে ওই বাড়িতে গুলিতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নির্বিঘেœ চলে যায়। রোববার দুপুরের পর শ্যামল শীল ও তার অনুসারীরা কোতয়ালি মডেল থানায় অভিযোগ করে। পুলিশ যাওয়ার আশ্বাস দিলেও যথা সময়ে ওই এলাকায় না যাওয়ায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজ সন্ত্রাসীরা শ্যামল পালের বাড়ি ভাংচুর করে ঘরে থাকা একটি ভ্যাসপা মোটা সাইকেল ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে।এছাড়া, উক্ত সন্ত্রাসীরা সুভাষ বালার বাড়িতে ঢুকে তার মেয়ের গৃহ শিক্ষককে মারপিট করে মেয়েকে অপহরণের হুমকী দেয়। সন্ত্রাসীরা বাড়ি ঘরে স্ত্রী,মেয়েকে অপহরণসহ নানা অপকর্মের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন,রোববার দুপুর থেকে কোতয়ালি মডেল থানা পুলিশকে অভিযোগ করা হলেও পুলিশ থানা থেকে যথাসময়ে ঘটনাস্থলে না পৌছানোর ফলে সন্ত্রাসীরা সনাতন ধর্মের মালিককে হত্যাসহ নানা হুমকী ধামকী দিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যান্ত থানা পুলিশ নিয়মিত মামলা দায়ের করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here