যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের অধীনে মাগুরা ও নড়াইল জেলার ২৫টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা ॥ ভাটা কার্যক্রম অবৈধ ঘোষনা

0
557

এম আর রকি : পরিবেশ অধিদপ্তর কার্যালয় যশোরের অধীনে নড়াইল ও মাগুরা জেলার ২৫টি অবৈধভাবে ইট ভাটা পরিচালনা দায়ে চলতি মাসে অভিযান চালিয়ে মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ভাটার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কার্যালয় যশোরের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা এ তথ্য জানিয়েছেন।
সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা দায়ে যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের অধীনে নড়াইল ও মাগুরা জেলার উপজেলার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গত ১০ জানুয়ারী নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী গ্রামের আনিস চৌধুরীর মেসার্স চৌধুরী ব্রিকস পাটনা, পাশ্ববর্তী পাজরডাঙ্গা গ্রামের মনির গাজীর মেসার্স গাজী ব্রিক্স, পাশ্ববর্তী ইসলামপুর পাটনার জিয়াউল হক জামিল ও মোস্তাফিজুর রহমান পরিচালনায় মেসার্স মোল্যা ব্রিক্স, চরডুমুরিয়া,অমৃতনগর মোস্তফা তালুকদারের মেসার্স টিএম ব্রিকস, যোগানিয়া গ্রামের সোহেল রানার মেসার্স তাসীন ব্রিকস,বাগুডাঙ্গা মূলশ্রী গ্রামের কেএম শফিকুল ইসলাম ও হাবিবুল্লাহর পরিচালনায় মেসার্স মধুমতি ব্রিকস, পাশ্ববর্তী চর ডুমুরিয়া নড়াগাতি গ্রামের লিপন শেখ ও রোমান মল্লিকের পরিচালনায় মেসার্স এল আর ব্রিকস, কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে ছানা মোল্লার পরিচালনায় মেসার্স এসবিএফ ব্রিকস,কালিয়া উপজেলার কবুপুর,কুলসুর গ্রামের বিশ্বজিৎপাল ও মোঃ মশিয়ার রহমানের পরিচালনায় মেসার্স কেআর ব্রিকস,কালিয়া উপজেলার ধুপহাটি গ্রামে আলী মোর্তজার পরিচালনায় মেসার্স এএম বি ব্রিকস,কালিয়া উপজেলার দেবীপুর গ্রামের মিঠুন সাহার পরিচালনায় মেসার্স পাটনা ব্রিকস (পিবিআই),দেবীপুর পাটনার মোঃ আশরাফুল লালনের পরিচালনায় মেসার্স আবিসা ব্রিকস ( এবিআই), একই উপজেলার পাটকেলবাড়ী সুপ্তগ্রামের বেলায়েত হোসেনের পরিচালনায় মেসার্স এমবিআই ব্রিকস,পার্শ্ববর্তী স্থানে কামরুল ইসলামের পরিচালনায় মেসার্স আরএ,টি ব্রিকস,পার্শ্ববর্তী ইয়াসিন মোল্লা ও শরিফুল ইসলাম মোল্লার পরিচালনায় মের্সাস মোল্লা ব্রিকস ও বাবুপুর মাধবপাশা গ্রামে আকিজ শেখ এর পরিচালনায় মের্সাস আরবিআই ব্রিকস ভ্রাম্যমান আদালত সম্বনয় গঠিত একটি টিম অভিযান চালায়। এসময় উক্ত ভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন হিসেবে মামলা রুজু করার পাশাপাশি ভাটার কার্যক্রম বন্ধের ঘোষনা দেয়। এছাড়া,নড়াইল জেলার সদর উপজেলার ঝিকির গ্রামে আব্দুস সামাদের পরিচালনায় মেসার্স মাহির ব্রিকস,কালিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের শহিদুল্লাহ শেখ,মোস্তাক শেখ, মনা মিয়া শেখ,জান্নাত শেখ পরিচালনায় মেসার্স রয়্যাল ব্রিকস, একই উপজেলার চরডুমুরিয়া,অমৃতনগর গ্রামে মোদাচ্ছের মজুমদার পরিচালনায় মেসার্স স্মার্ট ব্রিকস, কলাবাড়ীয়া নড়াগাতী এলাকার মোঃ টুকু মোল্লার পরিচালনায় এফবিবিআই ব্রিকসে অভিযান চালিয়ে ভাটার কার্যক্রম বন্ধসহ আইনগত ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করেন। পরিবেশ অধিদপ্তর কার্যালয় যশোরের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদার নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি ভ্রাম্যমান টিম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর নাকোল গ্রামে হুমায়ন রশিদ মোহিতের পরিচালনায় মেসার্স টপটেন ব্রিকস,একই উপজেলার সারঙ্গদিয়া গ্রামে মুন্সী মোঃ মুশফিকুর রহমান কালনের পরিচালনায় মেসার্স হামীম ব্রিকস,শ্রীপুর উপজেলার মহেশপুর খেয়াঘাট গ্রামে আবুল কালাম মোল্যার পরিচালনায় মেসার্স কেজিই এ ব্রিকস, একই উপজেলার রায়নগর নাকোল বাজারের আবু জাফর খান মিঠুর পরিচালনায় গড়াই ব্রিকস ও একই উপজেলার বাখেরা গ্রাম বাকীউল আলমের পরিচালনায় মেসার্স সালমা আবেদ ব্রিকস এ অভিযান চালিয়ে অবৈভভাবে ভাটা পরিচালনার অভিযোগ এনে বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে বলে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here