যশোর পৌরসভার আয়োজনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0
359

বিশেষ প্রতিনিধি : রোববার সকাল থেকে যশোর পৌরসভার উদ্যোগে শহরের হাসপাতালের সামনে ও আশপাশ এলাকায় অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পৌরসভার অধীনে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দোকানপাট,সাইনবোর্ড ও বিভিন্ন ভাসমান ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। দোকান পাটের সামনে মোটর সাইকেল রাখায় মোটর সাইকেল পৌর সভার ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে সচেতন নাগরিক সমাজ ও পথচারীরা স্বস্তি পেলেও পুনরায় আবার বেদখল করে বসার অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২ টার পর হাসপাতালের সামনে ঘোপ নওয়াপাড়া রোড,জেলরোডস্থ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় সেগুলি ভেঙ্গে ও খুলে ফেলা হয়েছে। পৌর সভার আকস্মিক অভিযান চালানোর ফলে নাগরিক সমাজ ও পথচারীরা কিছুটা স্বস্তি ফিরে পায়। তার কারন পৌর সভার অধীনে বিভিন্ন সড়কে গড়ে ওঠা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা তাদের প্রতিষ্ঠান ও বাড়ির সামনে অবৈধভাবে দখল করে তাদের ব্যবসার প্রসার ঘটিয়ে শহরের সৌন্দর্য্য বিনষ্ট করছে র্দীঘদিন যাবত। যশোরের সচেতন সমাজ ও পথচারীরা এ ধরনের অভিযান প্রতিনিয়ত থাকার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here