যশোর পৌরসভার উচ্ছেদ অভিযানে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা

0
326

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের আরএনরোডস্থ নতুন বাজারে পৌরসভার নির্ধারিত ঝুঁকিপূর্ন স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় অবৈধ দখলদারদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর পৌরসভার সচিব আজমল হোসেন বাদি হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে, অবৈধ দখলদার নতুন বাজারের পিছনে মৃত গোলাম ফারুক মোস্তফার ছেলে গোলাম ফারুক লিটন,লেদা,ইকবাল হোসেনের ছেলে ইমরান হোসেন, বুলু ও ছলিমুল্লা ওরফে খোদা রাকার ছেলে মনিসহ অজ্ঞাতনামা ২০/২৫জন।
পৌরসভার সচিব আজমল হোসেন তার দায়েরকৃত এজাহারে বলেছেন, শনিবার ১৫ জুন বিকেলে যশোর পৌরসভার অধীনে শহরের আরএনরোডস্থ নতুন বাজার ৮ নং ওয়ার্ডের পৌরসভার জায়গায় ঝুঁজিপূর্ন স্থাপনা উচ্ছেদ করছিল। হঠাৎ উচ্ছেদ অভিযাগে উল্লেখিত আসামীরা হামলা চালায়। এ সময় পৌরসভার জীপ গাড়ীর চালক সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আক্তার হোসেন (৪০), আইন শৃঙ্খলা বাহিনীর নায়েক ১৭৩৫ রিগান,কনস্টেবল কামরুল ইসলাম আহত হয়ে। এ সময় পৌর সভার জীপ গাড়ী (ঢাকা মেট্টো চ-৬৫৮৫) হেড লাইট,পিছনের গ্লাস,জরুরী বিদ্যুৎ এর হাইড্রোলিক গাড়ী ওয়ান ষ্টোনের সামনের গ্লাস ভাংচুরসহ ৫০লাখ টাকার ক্ষতি সাধণ করে। জীপ গাড়ীর চালককে যশোর জেনারেল হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়। হামলা অংশ নেওয়ার অভিযোগে ইমরান হোসেনকে পুলিশ গ্রেফতার করে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here