যশোর পৌরসভার সচিব মাসুমের বিরুদ্ধে মামলা

0
392

বিশেষ প্রতিনিধি : যশোর পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে এক গৃহবধূকে শ্লীলতাহানী, চুরি, ভাংচুর ও হত্যার উদ্দেশে মারপিট করে গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার আহত গৃহবধূ শ্রাবণী রায় বাদি হয়ে মামলা করেছেন। মামলা নং ৭৯, তারিখ: ২৩/২/২০১৮
ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন। শ্রাবণী রায় তার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি মাসুমের কাছ ৪ লাখ টাকা পেতেন। পাওনা টাকা না দিয়ে গৃহবধূকে উক্ত সচিব নানা তালবাহনা করে আসছিলেন।এরপর গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাসুম তার ঘরে ঢুকে হত্যার উদ্দেশে মারপিট শুরু করে এবং বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। বাধা দেবার চেষ্টা করলে মাসুম মাজা থেকে চাকু বের করে পায়ের হাটুর নিচে আঘাত করে। পরে ঘরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং শোকেসের ড্রয়ারে থাকা নগদ ৪ লাখ টাকা লুট করে। তার চিৎকার শুনে পাশের ফ্লাটের লোকজন ছুটে আসলে মাসুম দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার তদন্তর দায়িত্ব দেওয়া হয়েছে কোতয়ালি মডেল থানার এসআই মানিক চন্দ্র গাইনকে। তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত সচিব আব্দুল্লাহ মাসুমকে আটকের অভিযান চালানো হয়েছে। খুব শিঘ্রই তাকে আটক করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here