যশোর পৌর এলাকা আবর্জনামুক্ত করতে সড়কে অভিযান শুরু

0
459

বিশেষ প্রতিনিধি : যশোর পৌরসভার মেয়রের ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে পৌর এলাকা আবর্জনামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। সড়ক পরিচ্ছন্নতায় চারজন কনঃ ইন্সপেকক্টর এবং ৪৩ পরিচ্ছন্ন কর্মী দায়িত্ব পালন করবেন। আবজর্নামুক্ত পরিচ্ছন সড়ক ঘোষণায় ৩২টি সড়ক তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে রয়েছে, ৫নং ওয়ার্ডের মুজিব সড়ক হতে এম এম কলেজ হয়ে শাহ আব্দুল করিম রোড, সার্কিট হাউজের দক্ষিণ পাশ হতে এম এম কলেজ শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার হতে জজকোর্ট মোড়, বঙ্গবন্ধু ম্যুরাল হতে বাদশাহ ফয়সল স্কুল, ৬নং ওয়ার্ডের মাইকপট্টির শহীদ সড়ক হতে আদ-দ্বীন হাসপাতাল, গুরুদাস বাবুলেন মোড় হতে ফায়ার বিগ্রেড, নীল রতন ধর রোড, সিভিল কোর্ট মোড় হতে এম এম আলী রোড হয়ে জাবির হোটেল, দড়াটানা জিরো পয়েন্ট হতে মুজিব সড়ক রেলগেট ও রেলস্টেশন হয়ে রেলরোড, ৪নং ওয়ার্ডের গরীবশাহ রোড হতে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আব্দুল আজিজ সড়ক মক্তব স্কুলের মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড় হতে কাঁঠালতলা মোড়, আবু তালেব সড়ক বেগম মিলের মোড় হতে তালেব স্যারের বাড়ির মোড়, বিবি রোড কদমতলা মোড় হতে ঢাকা রোড, ৫নং ওয়ার্ডের দড়াটানা জিরো পয়েন্ট হতে আরবপুর মোড়, বিমান অফিস মোড় হতে পালবাড়ী ভাস্কর্য, বঙ্গবন্ধু ম্যুরাল হতে কারবালা মসজিদ, শহীদ মশিউর রহমান সড়ক পুলিশ লাইন স্কুল হয়ে বিমানবন্দর সড়ক, ১নং ওয়ার্ডের পূর্ব বারান্দীপাড়া ঢাকা রোড হতে আমতলা মোড়, ২নং ওয়ার্ডের আর এন রোড খালধার মোড় থেকে কদমতলা হয়ে নাথপাড়া মোড়, রাঙ্গামাটি গ্যারেজ মোড় থেকে কদমতলা মোড় হয়ে ঢাকা রোড মাদ্রাসা, ৩নং ওয়ার্ডের ঘোপ নওয়াপাড়া রোড বাবলাতলা হতে সদর হাসপাতাল মোড়, ঘোপ সেন্ট্রাল রোড, দড়াটানা ব্রিজ থেকে জেলখানা হয়ে বেলতলা মোড়, ৭নং ওয়ার্ডের শেখ রাসেল চত্ত্বর থেকে জিরো পয়েন্ট মোড় হয়ে আইটি পার্ক, আশ্রম মোড় হতে বদ্ধভূমি হয়ে বাইপাস রোড বাবলাতলা, ৮নং ওয়ার্ডের কোতোয়ালী থানা হতে মণিহার হয়ে নীলগঞ্জ ব্রিজ, বেজপাড়া মেইন রোড হতে মৎস অফিস হয়ে আইটি পার্কের গেইট, চৌরাস্তা বস্তাপাট্টি হতে এমএসটিপি স্কুলের সামনে হয়ে পিয়ারী মোহন রোর্ড পর্যন্ত। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর রহমান মনি চাকলাদার, সন্তোষ দত্ত, শাকিল আহমেদ, রাশেদ আব্বাস রাজ, ইঞ্জিনিয়ার কামালসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here