যশোর বকচর থেকে চোর সিন্ডিকেটের সক্রিয় চার সদস্যর বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের মামলা

0
489

বিশেষ প্রতিনিধি : ঢাকা থেকে চুরি করে আনা পিকআপ কেটে বিক্রি করার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ হাতেনাতে সক্রিয় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে এদেরকে শহরের বকচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা হলো, মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের আক্কাস আলীর ছেলে লুৎফর রহমান, যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের মৃত শফিউদ্দীনের ছেলে শওকত আলী তদরফদার ও তার ছেলে আমিরুল ইসলাম শামীম। এ সময় শওকত আলী তরফদারের ছেলে মুত্তাকীন পালিয়ে যায়।
জেলা ডিবি পুলিশ জানায়, সংঘবদ্ধ গাড়ী চোর সিন্ডিকেটের সদস্যরা ঢাকা মোহাম্মদপুর এলাকার গোলাম মোস্তফা খানের টাটা পিকআপ গাড়িটি (ঢাকা-মেট্রো-ন-১১-৯৯৯০) গত ১৪ অক্টোবর ঢাকা থেকে চুরি করে বসুন্দিয়া এলাকায় নিয়ে আসে। এখানে তারা গাড়ি রং পাল্টে ফেলে ও পরে নাম্বার প্লেট পাল্টে (যশোর-ন-১১-০৭৩৮) করে। এরপর শুক্রবার দুপুর ১২ টায় চোর সিন্ডিকেটের সদস্যরা যশোরের বকচর কোল্ডস্টোরস্থ এলাকায় নিয়ে গাড়িটি বিক্রির দরদাম করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিন্ডিকেটের ওই তিন সদস্যকে আটক করে ও ভাংচুররত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। এসময় সিন্ডিকেটের অপর সদস্য মুত্তাকীন পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে। তাদেরকে রিমান্ডে আনা হবে বলে পুলিশ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here