যশোর বরখাস্তকৃত নার্সিং ইনষ্ট্রাক্টর ইনচার্জ সেলিনা ইয়াসমিনের বিরুদ্ধে ফের গঠিত তদন্ত কার্যক্রম শুরু

0
286

বিশেষ প্রতিনিধি : যশোর নার্সিং ইনষ্টিটিউটের ইনষ্ট্রাক্টর ইনচার্জ (সাময়িক বরখাস্ত) মোসাঃ সেলিনা ইয়াসমিন এর বিরুদ্ধে গঠিত তদন্ত বোর্ডের কার্যক্রম ১৩ অক্টোবর রোববার সকাল ১০ টায় শেরে বাংলা নার্সিং কলেজ শেরে বাংলা নগর,ঢাকায় অধ্যক্ষর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তদন্তর বোর্ডের সভাপতি শেরে বাংলা নার্সিং কলেজ শেরে বাংলা নগর,ঢাকা এর অধ্যক্ষ মোসাঃ সুরাইয়া বেগম স্বাক্ষরিত স্মারক নং ৪৫.০৩.০০০০.০০৭.২৭.০৮০.১৯.৪৩/১(১৪) মোতাবেক ০৯/১০/১৯ ইং যথা সময়ে মোসাঃ সেলিনা ইয়াসমিন (পিতা-কাজী নূরুল লতিফ),নার্সিং ইনষ্ট্রাক্টর ইনচার্জ( সাময়িক বরখাস্ত),নার্সিং ইনষ্টিটিউট যশোরকে সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমে নির্ধারিত স্থান,তারিখ ও সময়ে হাজির থাকার জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোসাঃ সেলিনা ইয়াসমিন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্নীতি,অসদাচরন ও অনৈতিক কার্যকলাপে আনীত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা,২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(ঘ) ধারা মোতাবেক অসদাচরন ও দূর্নীতির দায়ে ২৭/০৮/২০১৯ খ্রিঃ তারিখে ৩৪১ সংখ্যক স্মারকে দায়েরকৃত বিভাগীয় মামলায় তার ০৪/০৯/২০১৯ খ্রিঃ তারিখ দাখিলকৃত জবাব ও ব্যক্তিগত শুনানীর বক্তব্য তদন্তের জন্য বিগত ০৬/১০/২০১৯ খ্রিঃ তারিখের ৩১ সংখ্যক স্মারকে গঠিত তদন্ত বোর্ডের তদন্ত কার্যক্রম উক্ত তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। যশোর নার্সিং ইনষ্টিটিউট সূত্রগুলো জানিয়েছেন,সেলিনা ইয়াসমিন সাময়িক বরাখাস্ত হওয়ার পর তিনি নার্সিং ইস্ট্রাক্টর ইনচার্জের দায়িত্ব বুঝে না দিয়ে নিজের ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে আসছিল। নবাগত অস্থায়ী ইনচার্জ বদলী করা হলেও উক্ত সেলিনা ইয়াসমিন তার কাছে দায়িত্ব বুঝে দেননি। পরবর্তীতে নার্সিং কেন্দ্রীয় কর্মকর্তারা সেলিনা ইয়াসমিনকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য এক স্মারকে নির্দেশ দেন। তার পরও তিনি দায়িত্ব বুঝে না দিয়ে নানাভাবে তালবাহনা শুরু করেন।তাছাড়া,সেলিনা ইয়াসমিনের অনুসারিরা উক্ত ইনষ্টিটিউটের খবরাখবর সেলিনা ইয়াসমিনের বাড়িতে গিয়ে পৌছ দেওয়ার দায়িত্ব পালন করেন। নার্সিং ইনষ্টিটিউটের সেলিনা ইয়াসমিনের অনুসারি শিক্ষার্থীরা দিনে ও রাতে তার বাড়িতে অবস্থান করেন। এর পর নবাগত ইনচার্জ দায়িত্ব না পেলেও তিনি কঠোর হস্তে দায়িত্ব পালন শুরু করলে শিক্ষার্থীরা যশোর নার্সিং ইনষ্টিটিউটকে উত্তপ্ত করা থেকে পিছু হটেন। বর্তমানে যশোর নার্সিং ইনষ্টিটিউটের কার্যক্রম চলছে টিমেতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here