যশোর বাজারে লিচুর ছড়াছড়ি হলেও তরমুজের বাজার মন্দা

0
663

এম আর রকি : যশোর বাজারে লিচুর ছড়াছড়ি। লিচুর বাজার ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও তরমুজের বাজার চড়া হওয়ায় ক্রেতারা লিচুর প্রতি বেশী ঝুকছে। পবিত্র রমজান মাসে ইফতারে লিচুর প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রতিদিন কয়েক লাখ লাখ টাকার লিচু বেচাকেনা যশোর বাজারে হচ্ছে বলে খবর পাওয়া গেছে। লিচু ব্যবসায়ীরা এবার লিচু বিক্রি করে স্বস্তি পাচ্ছে।
যশোর পুরাতন বাসস্ট্যান্ড ফল পট্টি এলাকায় খোঁঝ নিয়ে জানাগেছে,যশোর বাজারে লিচুর আমদানী সর্বকালের সেরা রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। ফল পট্টিতে প্রতিদিন লাখ টাকার লিচু বেচাকেনা হচ্ছে। ফল পট্টি থেকে লিচু পাইকারী নিয়ে ক্রেতারা যশোর শহরের অলিগলিতে বিচারণ শুরু করেছে। তারা লিচুর শ’ প্রতি নূন্যতম ৮০ টাকা থেকে ৪ শ’ টাকায় মান সম্মত লিচু পাওয়া যাচ্ছে। দেশী মানের বিভিন্ন জাতের লিচু যশোর বাজার ছেয়ে গেছে। বাজারে লিচু বিক্রেতাদের মাধ্যমে জানা গেছে,এবার তারা লিচু বিক্রি করে স্বস্তিতে রয়েছে। তারা যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে লিচুর বাগান ক্রয় করেছে। তারা লিচু বাগান থেকে আড়তে তুলছে। আড়তে তোলার পর সেই লিচু পাইকারী ও খুচরা ক্রেতা ও বিক্রেতারা কিনছে। এক একজন প্রতিদিন নূন্যতম ১ হাজার থেকে ৫ হাজার পর্যন্ত লিচু কিনছে আড়ত থেকে। লিচু কেনা পর তারা ভ্যানে,যশোর শহরের বিভিন্ন দোকানের সামনে ভাড়ায় চুক্তিতে লিচুর পাশাপাশি বিভিন্ন ফল বিক্রি করছে। লিচুর বাজারে সাধারণ জনগণ স্বস্তি ফেললেও তরমুজের বাজার এখন চড়াও। ইতিহাসের সকল রেকর্ড ভেঙ্গে তরমুজ যশোর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার যশোর বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত তরমুজের পাশাপাশি বিভিন্ন ফল বিক্রেতাদের সাথে আলাপ আলোচনা করে জানাগেছে, এ বছর তরমুজ কেজি দরে বিক্রি হচেছ। এক কেজি তরমুজ তারা ৫০ টাকা হারে বিক্রি করছে। সামান্য ছোট সাইকেল তরমুজে দুই থেকে আড়াই কেজি তরমুজ থাকছে। সেই ক্ষেত্রে তরমুজ কিনে ক্রেতারা ঠকছে। তার কারণ হিসেবে খোঁজ নিয়ে জানাগেছে, এক কেজি তরমুজ কিনে বাড়িতে নিয়ে রোজাদার ব্যক্তি সেই তরমুজ খেতে না পেরে তা ফেলে দেয়। কারণ হিসেবে সূত্রগুলো বলেছে,যশোর বাজারে যে ধরনের তরমুজ বিক্রি হচ্ছে সেগুলো নিম্ম মানের। দুই কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ১শ’ থেকে কোথাও দেড়শ’ টাকা। তরমুজ বিক্রেতারা জানান,তরমুজ এ বছর অনেক কম হওয়ায় বাজারে যা উঠানো হচ্ছে সেগুলো ভাল মানের নয়। তার কারণ তরমুজের ক্ষেত কোথাও কোথাও পানিতে তলিয়ে যাওয়ার কারনে এবার তরমুজের বাজার মন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here