যশোর বিআরটিএর মোটরযান খাত থেকে তিন মাসে ৪ কোটি টাকা রাজস্ব আদায়

0
445

এম আর রকি : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) অধীনে যশোর ও নড়াইল সার্কেল মোটরযান কর ও ফি আদায় করে গত তিন মাসে ৪ কোটি ৫লাখ ৬ হাজার ৩শ’ ৪১ টাকা রাজস্ব আদায় করেছে। এ সময় ৩ হাজার ৩শ’ ৩৮টি মোটরযান রেজিষ্ট্রেশন প্রদান করেছেন।
বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কাজী মোঃ মোরছালীন জানান, চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত এই তিন মাসে মোটরযান কর ফি আদায় খাত থেকে সংগৃহীত ৪ কোটি ৫ লাখ ৬হাজার ৩শ’ ৪১ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময় ৩ হাজার ৩শ’ ৮০টি মোটরযানের রেজিষ্ট্রেশন প্রদান,মালিকানা পরিবর্তনকৃত মোটরযান সংখ্যা ৫শ’ ৭৩টি, ৪শ’ ৬১টি ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট বিতরণ, ৪হাজার ৬শ’ ২৬টি মোটরযানের ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন, ২হাজার ২শ’ ৩৪টি মোটরযান রেট্্েরা- রিফ্লেষ্টিভ নাম্বারপ্লেট ও আরএফ আইডি ট্যাগ সংযোজন, ১ হাজার ২শ’ ৪৬টি মোটরযান ফিটনেস সার্টিফিকেট ইস্যু ও নবায়ন, ১শ’ ৫৩টি ইস্যুকৃত ফিটনেস সার্টিফিকেট,১শ’ ৫৩টি রুটপারমিট ইস্যু, ৩শ’ ২৬টি রুটপারপিট নবায়ন, ৪১টি রেজিষ্ট্রেশনকৃত মোটর সাইকেলের ট্যাক্স টোকেনের ১০ বছর মেয়াদান্তে যাচাই ও ইস্যুকরণ,২৪ ঘন্টার মধ্যে শতভাগ ড্রাইভিং লাইসেন্স ইস্যুকরণ, ৩হাজার,৭শ’ ৯৩টি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ৬শ’ ২৯টি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স নবায়ন,এই তিন মাসে ১শ’ ১৮জন প্রশিক্ষনপ্রাপ্ত পেশাদার গাড়ী চালককে দক্ষতা উন্নয়ন,মোবাইল কোর্টের মাধ্যমে ১শ’ ৫টি মামলা রুজু,জনসচেতনা সৃষ্টির জন্য ৩৪টি অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানা,যশোর ও নড়াইল জেলার ১ হাজার ২শ’ ২৩টি যানবাহন সংক্রান্ত খাত থেকে জানুয়ারী মাসে ১ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৪শ’ ৭৭ টাকা,ফেব্রুয়ারী মাসে ১ হাজার ১শ’ ৪৮টি যানবাহন খাত থেকে ১কোটি ২৯লাখ, ৫২ হাজার ২শ’ ৮১টাকা ও মার্চ মাসে ১ হাজার ৯টি যানবাহন খাত থেকে ১ কোট ২৭লাখ ৪৮ হাজার ২শ’ ৫৬ টাকা রাজস্ব আদায় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here