যশোর বিআরটিএ অধীনে ১লাখ ৩ হাজার ৯০টি লাইসেন্সকৃত যানবাহনের মধ্যে ফিটনেস নেই সাড়ে ৫ হাজারের

0
359

এম আর রকি : বাংলাদেশ রোড ট্র্ন্সাপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর সার্কেলে অধীনে এ যাবত ১লাখ ৩ হাজার ৯০টি যানবাহনের কাগজপত্র রয়েছে। এর মধ্যে ৮০ হাজার ২শ’ সাত চল্লিশটি মোটর সাইকেলের ও ২২ হাজার ৮শ’ ৪৩টি বাস, ট্রাক,মিনিবাস ট্রাকের লাইসেন্স রয়েছে। এছাড়া, ৬৭ হাজার ৩শ’ ১৯ জনের লাইসেন্স রয়েছে। এর মধ্যে ২২ হাজার ৪শ’ ৬৫িিট পেশাদার ও ৪৪ হাজার ৮শ’ ৫৪ টি অপেশাদার লাইসেন্স ধারী রয়েছেন। বর্তমানে লাইসেন্সকৃত যানবাহনের মধ্যে সাড়ে ৫ হাজার যানবাহনের কোন ফিটনেস নেই। এগুলো বর্তমানে সম্পূর্ন অবৈধভাবে সড়ক গুলোতে চলাচল করছে।
বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক কাজী মোঃ মোরছালীন জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর সার্কেলের অধীনে এ যাবত ৮০ হাজার ২শ’ ৪৭টি মোটর সাইকেলের ও ২২ হাজার ৮শ’ ৪৩টি বাস,ট্রাক,মিনি ট্রাকসহ অন্যান্য যানবাহনের লাইসেন্স দেওয়া হয়েছে। অপর দিকে, লাইসেন্সকৃত যান বাহনের মধ্যে সাড়ে ৫ হাজার যানবাহনের কোন ফিটনেস নাই। এই যান বাহনগুলি ফিটনেস ছাড়া চলাচল করছে বলে সূত্রগুলো জানিয়েছেন। বিআরটিএ যশোর সার্কেল অফিসে সরেজমিনে গিয়ে দেখা গেছে,প্রতিদিন কয়েক শ’ যানবাহনের মালিকেরা লাইসেন্সের জন্য অবস্থান করছে। এর মধ্যে মোটর সাইকেলের জন্য লাইসেন্সধারীর সংখ্যা প্রতিদিন কয়েকশ’। লাইসেন্স নিতে আসা যানবাহনের মালিক ও শ্রমিকেরা জানান,সরকারের রাজস্ব দিতে তারা ব্যাংকগুলোতে ছুটলেও টাকা জমা দিতে পারছেনা। তার কারণ হিসেবে তারা অভিযোগ করেন। ব্যাংক গুলোতে দায়িত্বরত কর্মকর্তারা যানবাহনের জন্য জমাকৃত ফি নিতে তারা নিরুৎসাহী ভূমিকা রাখছে। এ ধরনের অভিযোগ উঠে যশোর কালেক্টরেট কার্যালয়ে অবস্থিত এনআরবি ব্যাংক। এছাড়া,যশোর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থিত ইর্ষ্টাণ,ওয়ান ও শাহজালাল ব্যাংকগুলোর বিরুদ্ধে একই অভিযোগ উঠে। এই সব ব্যাংক গুলোতে যারা বিআরটিএ সংক্রান্ত টাকা জমা নেওয়ার কাউন্টারে দায়িত্ব পালন করছেন তাদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু ব্যাংকগুলোর কর্মকর্তারা এই শহরের বড় পার্টির যানবাহনের টাকা জমা নিচ্ছে। বাকীদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। এ ব্যাপারে যশোর বিআরটিএ সার্কেলের কর্তব্যরত সহকারী পরিচালক মোঃ কাজী মোরছালীনের জানতে চাওয়া হলে তিনি বলেন,ব্যাংকগুলোর কর্মকর্তাকে ইতিপূর্বে চিটি দিয়ে বিষয়গুলো জানানো হয়েছে। আবারও জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here