যশোর বিজিবি’র হাতে বাংলাদেশী কয়েনসহ মা মেয়ে গ্রেফতার

0
307

বিশেষ প্রতিনিধি : ৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের সদস্যরা যশোর নতুন উপশহর এলাকার ইউএসবি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশী ৭৯ হাজার ৮শ’ ৩০ টাকা মূল্যের ১শ’ ৭৪ কেজি ৯শ’ গ্রাম ওজনের বাংলাদেশী মুদ্রার কয়েন উদ্ধার করেছে। এ সময় দুই নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর নতুন উপশহর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা পারভীন বেবি ও তার মেয়ে সুমাইয়া আক্তার। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
বিজিবি’র সূত্রগুলো জানায়,শনিবার গভীর রাত ১ টায় উপশহর ইউএসবি কুরিয়ার সার্ভিস অফিসের সামনে থেকে মা সুলতানা পারভীন বেবি ও তার মেয়ে সুমাইয়া আক্তারকে গ্রেফতার করে বিজিবি’র টহলদল। পরে তাদের দখল হতে বাংলাদেশী ১শ’ ৭৪ কেজি ৯শ’ গ্রাম ওজনের ৭৯ হাজার ৮শ’ ৩০ টাকা কয়েন উদ্ধার করে। এ ঘটনায় মা মেয়ের নামে কোতয়ালি মডেল থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here