যশোর বেনাপোল রুট স্বর্ণ পাচারের নিরাপদ রুটে পরিণত

0
243

যশোরে ১১ কেজি স্বর্ণসহ গ্রেফতারকৃত ৩জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোর্পদ
এম আর রকি : যশোর বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার নতুনহাট নামকস্থানে নতুন হাট উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে থেকে ১১ কেজি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার নামীয় তিন আসামীকে তদন্তকারীকর্মকর্তা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তাসমীম আলম মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে সোপর্দ করেছে। এরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে প্রাইভেট কারের চালক জাহিদুল ইসলাম,শার্শা উপজেলার আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নল চক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। যশোর বেনাপোল রুট স্বর্ণ পাচারের নিরাপদ রুট হিসেবে পরিনত হয়েছে বিধায় এই রুট দিয়ে প্রতিনিয়ত মনমন স্বর্ণের বার বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতে যাচ্ছে। আর এই স্বর্ণ পাচারের জন্য সীমান্তবর্তী থানা কর্তাদের সাথে চুক্তিতে পাচার হওয়ার কারণে পুলিশের হাতে স্বর্ণের পাচার তেমন একটা উদ্ধার হয়না। এমনকি আটক হয়না স্বর্ণ পাচারকারী সদস্য।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সুবেদার মিজানুর রহমান বাদি হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, রোববার ১৯ জানুয়ারী দিবাগত গভীর রাত সোমবার রাত ১ টায় গোপন সূত্রে খবর পান স্বর্ণের একটি বড় চালান বেনাপোলের দিকে যাবে। যশোর বেনাপোল রুট ধরে একটি প্রাইভেট কারে স্বর্ণের চালান যাওয়ার জন্য আসছে। উক্ত খবরের ভিত্তিতে বিজিবি দলটি যশোর বেনাপোল সড়কের নতুনহাট নামকস্থানে নতুন হাট উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে সর্তকতাভাবে অবস্থান নেন। রাত পৌনে ২ টায় ক্রিম রংয়ের একটি (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) নাম্বারের প্রাইভেট কার আসা মাত্র বিজিবি’র টহলদল থামার সংকেত দেয়। প্রাইভেট কারটি থামার সাথে সাথে প্রাইভেট কারের মধ্যে থাকা চালক জাহিদুল ইসলামসহ উক্ত সহযোগী দু’জনকে গ্রেফতার করে। পরে প্রাইভেট কারের চালকের আসনের পায়ের নীচে ব্রেক ও ফুট রেষ্ট এর নীচে খাকি রংয়ের টেপ দ্বারা মোড়ানো ১০ কেজি ৯শ’ ৩৫ গ্রাম ওজনের ৯৪টি স্বর্ণের উদ্ধার করে। গ্রেফতারকৃতরা বিজিবি’র টহল দলের কাছে স্বীকার করে তারা স্বর্ণ পাচারকারী। বেনাপোল সীমান্ত দিয়ে তারা স্বর্ণের চালান করার উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন, বেনাপোল সীমান্তের পুটখালীর রমজান হুন্ডি ও স্বর্ণপাচারের জড়িত। রমজান আলীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তার সাথে সখ্যতা থাকায় তিনি সব সময় ধরা ছোয়ার বাইরে থেকে যায়। তাছাড়া, বেনাপোল পোর্ট থানা এলাকায় জামাই আমিরের ভাগ্নে মনির চোরাচালানীদের কাছে বেনাপোল পোর্ট থানা লিজ দিয়েছে। মনির থানার অসাধু কর্মকর্তার সাথে যোগাযোগ রাখায় চোরাচালানীরা মনিরের মাধ্যমে এদেশের মাল ভারতে আর ভারত থেকে বিভিন্ন চোরাচালানী পন্য সামগ্রী নিয়ে আসছে। মনিরের মামা আমির প্রধান ভূমিকায় ইতিপূর্বে পালন করে এসে এখন তিনি নেপথ্য দায়িত্ব পালন করছেন। বেনাপোল পোর্ট থানার অধীনে সীমান্ত ঘাট পুটখালীর রমজান স্বর্ণ ও হুন্ডি পাচারের যোগাযোগ মাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেন। তাই বেনাপোল পোর্ট থানায় কর্মরত পুলিশ কর্তা ও সদস্যরা স্বর্ণ পাচারকারী রমজানকে দেখলেও গ্রেফতার করেন না। রমজান জানো স্বর্ণ পাচারের সাথে কারা জড়িত। আর জামাই আমির ও তার ভাগ্নে মনির জানেন কারা চোরাচালানীর সাথে জড়িত। এদেরকে আইনের আওতায় আনা হলে চোরাচালানী রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড সহজ হবে বলে সূত্রগুলো মনে করেছেন।