যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ৩০

0
1070

আরিফুজ্জামান আরিফ: যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার বেনেয়ালীতে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন রাজু (৩২) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত রাজু ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরা (জ-০৪-০০১৮) নিয়ন্ত্রণ হারিয়ে বেনেয়ালী বাজারে রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় গাছের পাশে দাঁড়িয়ে থাকা শিমুলিয়া গ্রামের মহিউদ্দিন রাজু আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আহতদের কয়েকজন হলো, যশোর নিউমার্কেট এলাকার মনোয়ারা খাতুন (৪৩), চুড়ামনকাটি এলাকার দিনা (২২), যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার আমিরুজ্জামান, শংকরপুরের আল হোসেন (৪৫), সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাঠি গ্রামের মঞ্জুয়ারা বেগম (২৯), ফিরোজা (৬০), হামিদা (৬৫), মাগুরার আরিফুল (২৫), আরিফা (৬), যশোরের রূপদিয়ার হামিদুল হক (২২), মাগুরার শ্রীপুর উপজেলার হেলাল উদ্দিন (৫২), ঝিকরগাছার বামনালী গ্রামের সফুরা খাতুন (৪৫), শার্শার বাগআঁচড়া এলাকার মিনা খাতুন (১০), মণিরামপুরের মীর সালাউদ্দিন (৫৫), সরসকাঠির জবেদা বেগম (৩৫), সাতক্ষীরার রসুলপুরের বাপ্পী (১৫)।

যশোর-বেনাপোল মহাসড়কের বেহাল অবস্থার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, বাস দুর্ঘটনায় রাজু ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্যে তার লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে জবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here