যশোর বোর্ডের শীর্ষে খুলনা, নীচে নড়াইল

0
349

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে ৯০ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৬৪ শতাংশ।

আজ প্রেসক্লাব যশোরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই ফলাফল ঘোষণা করেন।

যশোর বোর্ডের অধীনে থাকা খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পাসের হারে সবার উপরে রয়েছে খুলনা জেলা। এই জেলার ৩৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭ হাজার ২১১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৬৭১জন। পাশের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। আর তালিকার তলানীতে রয়েছে নড়াইল জেলা। নড়াইলের ১১৯টি স্কুলের ৯ হাজার ২৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সাত হাজার ৮০৭ জন। পাশের হার ৮৪ দশমিক ১৫ শতাংশ।

এছাড়া সাতক্ষীরায় ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাটে ৯২ দশমিক ৯৪ শতাংশ, যশোরে ৯০ দশমিক ৫৫ শতাংশ, মেহেরপুরে ৯০ দশমিক ২৭ শতাংশ, চুয়াডাঙ্গায় ৪৯ দশমিক ৬৮ শতাংশ, ঝিনাইদহে ৮৯ দশমিক ৬১ শতাংশ, কুষ্টিয়ায় ৮৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here