যশোর মণিরামপুর সড়কের সদরে বাতানবাড়ি সাতমাইকেল গাছ কেটে ডাকাতির চেষ্টা

0
271

বিশেষ প্রতিনিধি : যশোর মণিরামপুর সড়কের সদর উপজেলার সূতীঘাটা বাজারের অদূরে বাতানবাড়ি সাতমাইল নামক স্থানে রাস্তার গাছ কেটে ডাকাটির চেষ্টা চালিয়েছে সশস্ত্র ডাকাতেরা। মাত্র তিন সপ্তার ব্যবধানে উক্ত স্থানে দুই বার ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় জনগন র‌্যাব ও পুলিশের অব্যাহত অভিযান দাবি করেছেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন,শনিবার দিবাগত গভীর রাত আড়াইটার পর একদল সশস্ত্র ডাকাত ওই সড়কের বাতানবাড়ি সাতমাইল নামকস্থানে রাস্তার পাশে থাকা গাছ কেটে ব্যরিকেট সৃষ্টি করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনসহ বিভিন্ন যানবাহন ডাকাতের ব্যরিকেটে আটকে পড়ে। ডাকাতের ব্যরিকেটে যানবাহন আটকা পড়লে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এদিকে ওই সড়কে টহলরত পুলিশের একটি টিম খবর পেয়ে ডাকাতের ব্যরিকেটে পৌছানোর পূর্বে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত কামালপুর সাহা পাড়ার দিকে সটকে পড়ে। পরে পরিবহনের শ্রমিকদের সহায়তায় পুলিশ রাস্তার ব্যরিকেট তুলে দিলে যানবাহন চলাচলে স্বাভাবিক হয়ে পড়ে। সূত্রগুলো আরো বলেছে,ঘটনার মাত্র ২০ দিন পূর্বে ওই সড়কে রাস্তার পাশে গাছ কেটে ব্যরিকেট সৃষ্টি করে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতেরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের তড়িৎ পদক্ষেপের কারনে তা ব্যর্থ হয়ে যায়। স্থানীয় লোকজন ও যানবাহনের মালিক শ্রমিকেরা জানান,র্দীঘ কয়েক মাস যাবত সূতীঘাটা কামালপুর ও কূয়াদা এলাকার একদল সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির চেষ্টা চালায়। ডাকাতদলকে গ্রেফতার করতে না পারলে ওই সড়কে যে কোন মূর্হুতে ডাকাতিসহ বড় ধরনের ঘটনার উৎপতি হতে পারে। অবিলম্বে র‌্যাব ও পুলিশের অভিযান চালিয়ে ডাকাতদের সনাক্তসহ তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ওই এলাকার বিভিন্ন পেশার ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here