যশোর যমুনা সমাজসেবা সংস্থা কার্য্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর বয়কট

0
339

বিশেষ প্রতিনিধি : যমুনা সমাজ সেবা সংস্থা সমাজ সেবা কার্যালয় যশোরে চলতি বছরে কার্য্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি প্রার্থী সাজেদুন নেছা ও সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ কুদ্দুস মোল্লা নির্বাচন বয়কট করেছেন। আজ ১১ আগষ্ট নির্বাচন দিন ধার্য্য থাকলেও ৯ আগষ্ট বৃহস্পতিবার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের স্বাক্ষরিত প্রার্থীতা প্রত্যাহার ও নির্বাচন প্রতিদ্বন্দী না করার প্রসঙ্গ উল্লেখ করে যমুনা সমাজ সেবা সংস্থা প্রধান নির্বাচন কমিশনারের বরাবর অবহিত করেছেন বলে তারা জানান। প্রার্থীতা প্রত্যাহার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না করার প্রসঙ্গে লিখিতভাবে জানিয়েছেন,তারা ভোটার তালিকা ও প্রার্থী তালিকা সংশ্লিষ্ট কার্যালয় হতে উত্তোলন পূর্বক উহা অনুশীলনে জানতে পারেন যে,সংস্থার গঠনতন্ত্রে ৫ নং ও ১৫ নং ধারা লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।সংস্থার প্রাক্তন সভাপতি সাজেদুন নেছা আরো জানান,উপযুক্ত কর্তৃপক্ষের নিকট গত ২৫ জুলাই লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় যশোরস্থ সদর সহকারী জজ আদালতে দেওয়ানী নং ১৭৫/১৮ মোকদ্দমা এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনে ১০৩৭৫/২০১৮ নং একটি রিট মোকদ্দমা দায়ের করেন তিনি। উক্ত দেওয়ানী মোকদ্দমায় নির্বাচন কমিশনের উপর ৭ দিনের কারণ দর্শানো নোটিশ জারি হয়েছে এবং রিট মোকদ্দমায় রুল ইস্যু হয়েছে। বিজ্ঞ আদালত সমূহে নির্বাচন সংক্রান্ত তাদের দু’জনের দায়েরকৃত মোকদ্দমা চলমান থাকা অবস্থায় নির্বাচনে
তাদের দু’জনের অংশগ্রহন করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করে প্রার্থীতা প্রত্যাহার কপিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here