যশোর যমুনা সমাজসেবা সংস্থা কার্যকরি কমিটি গঠনে নির্বাচনের আয়োজন ॥আদালত কর্তৃক নির্বাচন কমিশনসহ ৫ জনকে নোটিশ

0
402

এম আর রকি : যশোর যমুনা সমাজসেবা সংস্থা কার্যকরি কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় জেলা সমাজসেবা কার্যালয় যশোর কর্তৃক গঠিত (তত্ত্বাবধায়ক বডি ) কমিটি গঠন তন্ত্রের ৫নং ধারা মোতাবেক কার্যকরি কমিটি গঠন না করে তড়িঘড়ি করে ভোটার তালিকা প্রস্তুুতসহ নির্বাচনের আয়োজন করার খবর পাওয়া গেছে। পাশাপাশি জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক গঠিত তত্ত্বাবধায়ক বডি কমিটি সমাজসেবা অধিদফতর স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক (কার্যক্রম) যুগ্ম সচিব আবু মোহাম্মদ ইউসুফ এবং যশোর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ হুসাইন শওকতের দেওয়া পত্রকে উপেক্ষা করে নির্বাচন থেকে পিছুপা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
যমুনা সমাজ সেবা সংস্থা সমাজ সেবা কার্যালয় যশোরে প্রাক্তন সভাপতি সাজেদুন নেছা গত ১৯ জুলাই যশোর জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনিয়মভাবে যমুনা সমাজসেবা সংস্থার নির্বাচন প্রসঙ্গে অবহিত করে আবেদন প্রেরণ করেন। উক্ত আবেদন জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক গৃহীত হয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুসাইন শওকত গত ২৫ জুলাই স্মারক নং ৫৬১(৩) মোতাবেক উপজেলার নির্বাহী অফিসার সদর যশোরের কাছে যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরাধীন যমুনা সমাজসেবা সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগ সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করেন। সাথে সাথে নির্বাচন সাময়িকভাবে স্থাগিতের দাবী জানানো হয়। অনুলিপি অবগতি ও কার্যার্থে উপ-পরিচালক,জেলা সমাজসেবা কার্যালয়,যশোর। তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য অনুরোধ জানান। অথচ জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোঃ শওকত হুসাইনকে উপেক্ষা করে সমাজ সেবা অফিসার ও যমুনা সমাজসেবা সংস্থা যশোরের প্রধান নির্বাচন কমিশনার ইতিসেন সাক্ষরিত সভাপতি,সাধারণ সম্পাদক,সহ-সভাপতি সহ সম্পাদক কোষাধ্যক্ষ কার্য্যনির্বাহী সদস্যর ৭টি পদে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে। আগামী ১১ আগষ্ট নির্বাচনের জন্য প্রথমে খসড়া ভোটার তালিকা পরে সমাজ সেবা জেলা কার্যালয়ের তিন কর্মকর্তার মদদে মাগুরা জেলার বাসিন্দা যমুনা সমাজসেবা সংস্থায় কৌশরে ভর করা সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান সমাজসেবা কার্যালয়ের দুই কর্মকর্তার এলাকা ও ফরিদুজ্জামানের সাথে সুসম্পর্ক এক নারী সদস্যদের মাধ্যমে তাদের এলাকায় নারী পুরুষদের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে তড়িগড়ি করে ভোটার বানিয়েছে। যাতে তড়িগড়ি নির্বাচনের মাধ্যমে সংস্থায় ফরিদুজ্জামান সাধারণ সম্পাদক ও তার মনোনীত ব্যক্তি সভাপতি হতে পারেন। সর্বশেষ খবরে জানাগেছে, সম্প্রতি সংস্থার প্রাক্তর সভাপতি সাজেদুনেছা যশোরের একটি আদালতে অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন পূর্বক কমিটি গঠনের বিরুদ্ধে নির্বাচন নিষেধাজ্ঞা চেয়ে রীট পিটিশন দাখিল করে। বিজ্ঞ আদালত প্রধান নির্বাচন কমিশনসহ সমাজসেবা কার্যালয়ের ৫ সদস্যকে আগামী ৭ কার্য্য দিবসের মধ্যে জবাব চেয়ে শো’কজ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here