যশোর শহরের গাড়ী খানায় মেলার নামে প্রতিবছর একাধিকবার পণ্যর বিক্রয় কেন্দ্র বন্ধের দাবিতে যশোরের ব্যবসায়ীরা সোচ্চার

0
430

এম আর রকি : যশোর শহরের গাড়ীখানা সড়কে মেলার নামে প্রতিবছর একাধিকবার বিভিন্ন পন্যর বিক্রয় কেন্দ্র খোলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রকে পুঁজি করে কতিপয় অর্থলোভীরা মেলার নামে রীতিমত ব্যবসা সৃষ্টি করায় যশোরের বড় বাজার ব্যবসায়ীরা এখন হুমকীর মুখে পড়েছে। গোটা যশোর শহরের বড় বাজার এলাকার হাজার হাজার ব্যবসায়ীরা মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে লিখিত স্বারক লিপি দিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগে বলেছেন,আমরা যশোরের ব্যবসায়ীরা র্দীঘদিন ধরে লক্ষ্য করে আসছি যে,যশোরে মেলার নামে বিভিন্ন পন্যর বিক্রয় কেন্দ্র খোলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কিছু মেলা প্রতিটা জেলা হয়ে থাকে। যেটা ব্যবসায়ীদের ব্যবসা সম্পূর্ন হুমকীর সৃষ্টি করে না,কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, যশোরের গাড়ী খানায় বছরে ২/৩ বার মেলার নামে বিভিন্ন পন্য সামগ্রী বিক্রয় করছে।ইতিপূর্বে রমজান মাসে কোন সময় মেলা হয় নাই। কারণ আমরা সারা বছর ব্যবসায়ীরা বসে থাকি। রমজান মাসকে ব্যবসায়ীরা সর্বোচ্চ ব্যবসার মাস হিসেবে গন্য করে থাকে। হাজার হাজার পরিবারের অন্ন সংস্থান হয় এই ব্যবসায়ীদের দ্বারা। যার কারণ বশত ব্যবসায়ীরা উল্লেখ করেন,রমজান শুরুর তিন মাস আগে মেলা পরিচালনা করে ব্যবসায়ীরা তেমন ক্ষতি গ্রস্থ্য হয়না। এই মেলা চালু হলে যশোরের ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে। যশেরে হাজার হাজার ব্যবসায়ীদের বেঁচে থাকার স্বার্থে রমজান মাসকে সামনে রেখে যে মেলার প্রস্তুতি চলছে সেটা অবিলম্বে স্থগিত করে যশোরের ব্যবসায়ীদের বেঁচে থাকার সুযোগ করে দেয়ার জন্য ব্যবসায়ীরা সবিনয় অনুরোধ জানিয়েছেন। যশোর বড় বাজার এলাকার বিভিন্ন পন্য সামগ্রী ব্যবসায়ীদের মধ্যে ২৪ জন স্বাক্ষরিত স্বারক লিপি পেশ করা হয় মঙ্গলবার। মেলার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাগেছে,বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রকে পুঁজি করে যশোর,খুলনা,গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার কতিপয় অর্থলোভী ব্যক্তিরা বাণিজ্যমেলা,তাঁত ও শিল্প মেলাসহ বিভিন্ন মেলার আয়োজন করে যশোর শহরের গাড়ীখানা সড়কের দক্ষিণ পাশে^ পুলিশের উদ্ধার হওয়ার জমিতে। পুলিশ সুপারের কার্যালয়ে মেলার অনুমতি পত্র দেখিয়ে মাস ব্যাপী লাখলাখ টাকার চুক্তিতে মেলার আয়োজন করেন। বছর তিন পূর্বে যশোর শহরের টাউন হল ময়দান এলাকায় মেলার আয়োজন হলেও পুলিশের দখলে থাকা তাদের মাঠে কতিপয় ব্যবসায়ীরা ঈদ আনন্দ মেলা থেকে শুরু করে বিভিন্ন মেলার আয়োজন শুরু করে। বছরে কমপক্ষে পুলিশের এই মাঠে দুইয়ের অধিক মেলা শুরু হয়। বছর তিন পূর্বে পুলিশের সাবেক ট্রাফিক অফিসের মাঠে মেলা শুরু করে লটারীর নামে জুয়া শুরু করলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদের মুখে মেলায় লটারীর নামে যে জুয়া চালু করেছিল তা গুটিয়ে নিতে বাধ্য হন। মেলায় লটারীর নামে যে জুয়া প্রতিদিন আয়োজন করা হতো তা থেকে পিছু হটতে বাধ্য হন মেলার আয়োজকরা। শুধু তাইনয়। মেলার আয়োজন করে পুলিশকে মাঠ ভাড়া বাবদ কয়েকলাখ টাকা দিলেও স্টল বরাদ্ধ নামের তুলে নেন প্রায় কোটি টাকার কাছাকাছি। মেলার আয়োজকরা মেলার স্টল বরাদ্ধ বাবদ মাথা পিছু ব্যবসায়ীদের কাছ থেকে নূন্যতম ৩৫ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত তুলে নেন। মেলায় প্রায় শতাধিক স্টল তৈরী করে তা বরাদ্ধ দিয়ে ব্যবসায়ীরা তাদের আখের গুছিয়ে নেন। পুলিশের মাঠকে কাজে লাগিয়ে শহরের প্রধান সড়ক গাড়ীখানা সড়কের মেলার গেটের মুখে মাইক বাজিয়ে শব্দ দূষন চলে মাস ব্যাপী। পুলিশের মাঠ হওয়ায় কেউ কোন প্রতিবাদ করতে সাহস পায়না। মেলার আয়োজকরা বছরে শিক্ষার্থীদের সমাপনী,জেএসসি,এসএসসি ও এইচএসসি পরীক্ষার কথা ভাবেন না। তাদের ইচ্ছে মোতাবেক মেলার নামে হাতিয়ে নিচ্ছে কোটিকোটি টাকা। আর যশোরের ব্যবসায়ীদের পথে বসিয়ে নিজেদের পকেট ভারী কাজে নেমে পড়ছেন প্রতিনিয়ত। যশোরের বড় বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দাবি কত টুকু বাস্তবায়ন হবে এটা দেখার অপেক্ষা মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here