যশোর শহরের পারিবাকি কলহের জের স্বামীস্ত্রী ও মেয়ে গ্রেফতার

0
368

বিশেষ প্রতিনিধি : পারিবারিক কলহের বিষয়কে কেন্দ্র করে শহরের রেলগেট ইসমাইল কলোনীর এক বাড়িতে প্রতিবেশী সন্ত্রাসীরা হামলা চালিয়ে দুই নারী ও এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় স্বামী আলিমুদ্দিন ওরফে ঢেপ পকেটমার,তার স্ত্রী ছবেদা বেগম এবং মেয়ে জান্নাতী আক্তার ওরফে টুম্পাকে গ্রেফতার করেছে। মামলার আসামীরা হচ্ছে, যশোর শহরের রেলগেট ইসমাইল কলোনীর আলিমুদ্দিন ওরফে ঢেপ পকেটমারের ছেলে সোহেল,স¤্রাট, সাগর,আলিমুদ্দিন ওরফে ঢেপ পকেটমার, একই এলাকার মৃত দিনু পকেটমারের ছেলে টিপু, লিপু, আলিমুদ্দিন ওরফে ঢেপ পকেটমারের স্ত্রী মোছাঃ ছবেদা বেগম,তার মেয়ে জান্নাতি আক্তার টুম্পা, রেলষ্টেশন তুলোতলার বাবুর ছেলে রনিসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত মনির শেখের স্ত্রী মোছাঃ আজিমন বেগম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার বোন জাহানারা বেগমের শহরের রেলগেট ইসমাইল কলোনীর বাড়িতে পারিবারিক কলহ নিয়ে উল্লেখিত প্রতিবেশীদের সাথে বিরোধ চলে আসছিল। আসামীরা জাহানারা বেগম ও তার ছেলে শাহাদৎ খানকে মারপিট করার জন্য হুমকী ধামকী দিয়ে আসছিল। গত শনিবার বিকেল সাড়ে ৬ টায় আসামীরা জাহানারা বেগমের বাড়ির উঠানে গিয়ে নাম ধরে ডাকাডাকির এক পর্যায় জাহানারা বেগমকে টেনে হেচড়ে এনে এলোপাতাড়ীভাবে মারপিট করতে থাকে। এসময় প্রতিবেশী আব্দুস সাত্তারের স্ত্রী লেবু বেগম ঠেকাতে এলে তাকেও মারপিটের এক পর্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রতিবেশী সন্ত্রাসীরা ঘর হতে নগদ ৪৫ হাজার টাকা ১লাখ টাকা মূল্যের ২ ভরি ওজনের স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আলিমুদ্দিন ওরফে ঢেপ পকেটমার ও স্ত্রী ছবেদা বেগম এবং মেয়ে জান্নাতি আক্তার টুম্পাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করেছে। উল্লেখ্য,গত ১০ সেপ্টেম্বর দুপুরে টুম্পার স্বামী জাহানারা বেগমের ছেলে শাহাদৎ হোসেন যৌতুকের জন্য টুম্পাকে লাঠি ও রড দিয়ে মারপিটের ঘটনায় ছবেদা বেগম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় শনিবার একটি মামলা দায়ের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here