যশোর শহরের বারান্দীপাড়ায় ভাটা শ্রমিক খুনের ঘটনায় স্ত্রীর স্বেচ্ছায় আদালতে জবানবন্দি প্রদান

0
304

বিশেষ প্রতিনিধি : পরকীয়া প্রেমের কারণে এক সন্তান থাকা সত্বেও প্রেমিকের সাথে হাত মিলিয়ে সাবিনা খাতুন তার স্বামী আনিচুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার কথা স্বেচ্ছায় আদালতে স্বীকার করেছেন। শুক্রবার ২০ মার্চ যশোরের সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক সাইফুদ্দিনের আদালতে সাবিনা খাতুন স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল নিশ্চিত করেছেন। সাবিনা খাতুন সাতক্ষীরা জেলার তালা উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের আকবার মোল্যার মেয়ে ও মৃত আনিচুর রহমানের স্ত্রী। তার প্রেমিক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মৃত এরশাদ গাজীর ছেলে রফিকুল ইসলাম পালিয়ে গেছে। যশোরের কেশবপুর উপজেলার কুড়িকখালী গ্রামের বর্তমানে যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়া খালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত মজিবর রহমানের ছেলে মনিরুল ইসলাম বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় রফিকুল ইসলাম ও তার ভাবী সাবিনা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দিয়ে বলেন,তার ভাই আনিচুর রহমান নাটোর জেলায় বর্তমানে ভাটায় কাজ করতো। মাঝে মধ্যে বাড়িতে আসলে তাদের মধ্যে ঝগড়া বিবাধ বাধতো। তার ভাই আনিচুর রহমান তার স্ত্রী সাবিনা খাতুন ও ৫ বছরের শিশু মেয়ে নুসরাতকে নিয়ে শহরের বারান্দীপাড়া মাঠাপাড়া মীমের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৮ মার্চ সকাল সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে ভাবী সাবিনা খাতুন তার পরকীয়া প্রেমিক রফিকুলের সহায়তায় তার ভাই আনিচুর রহমানকে ঘরের মধ্যে দঁড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঝুলে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। পুলিশ বৃহস্পতিবার আনিচুর রহমানের লাশ উদ্ধার করে। সাবিনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনে। পরে সাবিনা খাতুন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন পরকীয়ার কারণে স্বামী আনিচুর রহমানকে রফিকুল ইসলামের সহায়তায় শ্বাসরোধ করে হত্যা করে। আদালত সাবিনা খাতুনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।