যশোর শহরের বেজপাড়া কেয়ার টেকার কর্তৃক কাজের ঝিঁ ধর্ষনের খবরে পিছনে অজানা কাহিনী

0
382

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের বেজপাড়া এলাকায় বাড়ির কেয়ার টেকার কর্তৃক এক গৃহ পরিচারিকা (১৪) ধর্ষনের অভিযোগ উঠেছে। পুলিশ কেয়ার টেকার সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করলে বেরিয়ে আসে আরো অজানা কাহিনী। সিদ্দিকুর রহমান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও যশোর শহরের বেজপাড়া রানার অফিসের সামনে সৃষ্টি ভবন বাড়ির কেয়ার টেকার।
সিদ্দিকুর রহমান জানান,ওই ভবনের ৫ম তলায় বসবাস করে মুরাদ হোসেন ও তার পরিবার। মুরাদ হোসেন ব্যবসা করে। ব্যবসার কাজে তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় অবস্থান করে। গত বৃহস্পতিবার রাত ৮ টায় মুরাদ হোসেনের বাড়ির গৃহ শিক্ষক জুয়েল উক্ত বাড়িতে তার তৃতীয় শ্রেনীতে অধ্যায়নরত ছেলে শাহরিয়ার ওরফে কাশমিরকে পড়াতে আসে। পরের দিন শুক্রবার বিকেল উক্ত বাসা থেকে চলে যায়। বিষয়টি কেয়ারটেকার সিদ্দিকুর রহমান ওই ভবনের মালিক সজল ব্যানার্জীকে জানায়। এ ঘটনার পরপর মুরাদ হোসেন ও তার স্ত্রী শান্তা ইসলাম তার বাড়ির কাঝের ঝিঁ (১৪) কে উক্ত কেয়ার টেকার সিদ্দিকুর রহমান গত এপ্রিল মাসের ২৩ গভীর রাতে ধর্ষনের অভিযোগ তোলেন। কাজের ঝিঁ মুরাদ হোসেনের বাড়িতে বিগত ৪ মাস যাবত কাজ করে আসছে। মুরাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,তিনি ইলেক্ট্রিক ব্যবসা করে বলে জানান। সিদ্দিকুর রহমান আরো জানান,মুরাদ হোসেনের বাড়ির গৃহ শিক্ষক প্রায় সময় পড়ানোর নাম করে উক্ত বাড়িতে অবস্থান করে। গৃহ শিক্ষক কর্তৃক শান্তা ইসলাম অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলাল খবর বাড়ির মালিককে জানানোর কারনে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষনের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে,কাজের ঝিঁ’র সাথে আলাপকালে তিনি জানান,গত ২৩ এপ্রিল গভীর রাত ১ টায় উক্ত কেয়ার টেকার টেলিফোনে তার কক্ষে ফোন করে। ফোন রিসিভ করার পর কেয়ার টেকার সিদ্দিকুর রহমান কথা আছে বলে তাকে ছাদে যেতে বলে। না গেলে তার ক্ষতি হবে বলে জানালে সে ভয়ে ওই রাতে ভবনের ছাদে যায়। সেখানে ভালবাসা ও বিয়ের কথা বলে সিদ্দিকুর রহমান তাকে জোরপূর্বক ধর্ষন করে। এর পর তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতে থাকে। শুক্রবার রাতে তাকে উক্ত কেয়ার টেকার ডেকে ভয়ভীতি দেখানোর এক পর্যায় জুতা দিয়ে মারপিট করে। মুরাদ হোসেন ও তার স্ত্রী শান্তা ইসলাম শনিবার দুপুরে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করলে থানার এসআই ইকবাল মাহমুদ সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।কাজের ঝিঁকে পুলিশ হেফাজতে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here