যশোর শহরে নাশকতা মূলক কর্মকান্ডের অভিযোগে বিএনপি জামায়াতের ১৮জন গ্রেফতার,বোমাসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার,মামলা দায়ের

0
498

বিশেষ প্রতিনিধি : নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর অভিযোগে পুলিশ শহরের পশ্চিম বারান্দীপাড়াস্থ কদমতলা জনৈক আবু মিয়অর মুদী দোকানের সামনে থেকে বিএনপি ও জামায়াতের ১৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের দখল হতে ৯টি অবিস্ফোরিত হাত বোমা, ৫টি কাচের মার্বেল ১০টি লোহার জ্বালের কাঠি,৭টি কসটেপ,বাশের লাঠিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার লেবুতলা উত্তর পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা মানোয়ারুল ইসলাম হ্যাপী,গহের পুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলু,শহরের চাঁচড়া বাজার মোড়ের আবুল হোসেনের ছেলে ওয়াহিদ সেকেন্দার ওরফে লুলু, ফুলবাড়ি উত্তর পাড়ার কেরামত আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম, ওসমান পুর গ্রামের কালু মোল্যার ছেলে ইন্তাজ আলী, কোদালিয়া মোল্যা পাড়ার মৃত শমসের আলী মোল্যার ছেলে আব্দুল আলীম,তাল বাড়িয়া উত্তর পাড়ার হাজী আবুল সরদারের ছেলে কবির হোসেন, তালবাড়িয়া মধ্য পাড়ার মৃত আবু জাফরের ছেলে নাইমুর রহমান আজিম, তাল বাড়িয়া উত্তর পাড়ার আব্দুল গফুরের ছেলে বিপুল হোসেন, উপশহর সি ব্লকের বাসা নং ৬ এর মৃত কাজী আব্দুল বারীর ছেলৈ কাজী ফিরোজ আহম্মেদ,সুলতান পুর গ্রামের মৃত আব্দুল কাদের মোল্যার ছেলে মফিজুল ইসলাম,বাউলিয়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, উপশহর ডি ব্লকের বাসা নং ১৯২ ইসাহক আলীর ছেলে রেজাউল ইসলাম কামাল,নতুন উপশহর সেক্টর ১ এর বাসা নং ১৩৮ এর মফিজুল্লাহর ছেলে শামছুল আরেফিন মনু, নতুন উপশহর বি ব্লক বাসা নং ১১৫ এর শওকত আলীর ছেলে বিল্লাল হোসেন ওরফে রুবেল,নতুন উপশহর সি ব্লকের বাসা নং ১৪৫ এর শফিউদ্দিন মোল্যার ছেলে কামরুল ইসলাম চুন্নু ও শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ার মৃত করিম ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম টগরসহ অজ্ঞাতনামা ২৫/৩০জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা,সন্ত্রাস দমনসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান,গত ১৫ ডিসেম্বর শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পান একদল ব্যক্তি নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে হাতে বোমাসহ বিভিন্ন লাঠি সোটা নিয়ে শহরের পশ্চিম বারান্দী পাড়াস্থ কদমতলা এলাকার আবু মিয়ার মুদি দোকানের সামনে সমবেত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামীরা দৌড়ে পালানোর এক পর্যায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পরে তাদের দখলে থাকা অবিস্ফোরিত বোমা,বিস্ফোরিত বোমার অংশ বিশেষ হিসেবে কাচের মার্বেল,লোহার জ্বালের কাটি,কসটেপ,জদ্দার কৌটা ,বাশের লাঠি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় এনে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস দমন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। গ্রেফতাকৃতদের রোববার আদালতে সোপর্দ করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here