যশোর শহর থেকে এক গৃহবধূকে অপহরণ করে মুক্তিপণ দাবি,টাকা নিতে এসে দুই অপহরণকারী গ্রেফতার,অতপর

0
677

বিশেষ প্রতিনিধি :m শহর থেকে রেশমা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়কালে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের আমির হোসেনের ছেলে শওকত হোসেন ওরফে পলাশ ও একই এলাকার আরমান মোড়লের ছেলে সাইফুল ইসলাম।
ফরিদপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রেশমা খাতুন বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,বুধবার বিকেলে সে তার অসুস্থ্য দুলাভাই শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে শহিদুল ইসলামকে দেখতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসে। দুলাভাই শহিদুল ইসলামকে দেখে বাড়িতে ফিরছিল। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় যশোর শহরের মুসলিম একাডেমী স্কুলের সামনে পৌছালে উক্ত আসামীরা নাম্বার বিহীন মাইক্রোবাস যোগে রেশমা খাতুনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে। বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার এক পর্যায় রেশমা খাতুনের কাছে মুক্তিপণ প্রথম পর্যায় ১লাখ টাকা দাবি করে। পরবর্তীতে রেশমা খাতুন অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেতে তার বোন নাসিমা, আছিয়া ও চায়নার কাছে মোবাইল করে উক্ত টাকা সংগ্রহ করে আনতে বলে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিয়ে যশোর চাঁচড়া চেকপোষ্ট এলাকার কাছে রাত ১১ টার সময় আসতে বলে। এদিকে রেশমা খাতুনের আত্মীয় স্বজন অপহরণের খবর শুনে কোতয়ালি মডেল থানা পুলিশকে খবর দিলে থানার এসআই নজরুল ইসলাম ও এসআই খবির হোসেনসহ একদল পুলিশ চাঁচড়া চেকপোষ্ট এলাকায় অবস্থান নেয়। রেশমা খাতুনকে উক্ত স্থানে আনার পর ওৎপেতে থাকা পুলিশ উক্ত দুই অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় মাইক্রোবাস নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলে রেশমা খাতুন এজাহারে উল্লেখ করেছেন। রেশমা খাতুনের দায়ের করা এজাহার বৃহস্পতিবার নথিভূক্ত হওয়ার পর বিকেলে গ্রেফতারকৃত দু’ আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতরকৃত এজাহার নামীয় আসামী শওকত হোসেন ও সাইফুল ইসলাম জানিয়েছেন,তাদেরকে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসানো হয়েছে। তারা পুলিশের কাছে মুখ খুলেছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here