যশোর শার্শা থানা এলাকায় চোরাচালানী ও মাদক সিন্ডিকেটের তৎপরতা,পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন?

0
564
young police officer watches for trouble

এম আর রকি : যশোর শার্শা থানা পুলিশ জেগে জেগে ঘুমায়। তা না হলে বিজিবি’র হাতে প্রতিনিয়ত ফেনসিডিল উদ্ধার ও চোরাচালানী গ্রেফতার হলেও শার্শা থানা ও তার অর্ন্তগত পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্র,ফাঁড়ী গুলিতে কর্মরত কর্মকর্তাদের চোখে এগুলো পড়েনা বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা পুলিশ কর্তৃক হয়রানীর কারণে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।তাছাড়া,শার্শা থানা কর্তার সাথে অতিগোপনে অলিখিতভাবে একটি চক্র লিজ নিয়ে চোরাচালানীদের গ্রেফতার এড়ানোর রফাদফা চুড়ান্ত করেছে বলে সূত্রগুলো আশংকা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীরা জানান,শার্শা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মশিউর রহমান যোগদান করার পর এখানে চোরাচালানী ও মাদকের বড় চালান তেমনভাবে জব্দ কিংবা বড় মাপের মাদক ও চোলাচালানী গ্রেফতার হয়নি। চোরাচালানী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এড়ানোর জন্য কথিত পাবলিক কবির,আলী ও হানিফ লিজ নিয়েছে অতি গোপনে। তারা শার্শা সীমান্ত এলাকায় যে সব চোরাচালানী ও মাদক ব্যবসায়ী এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে স্থানীয় কথিত পাবলিক ক্যাশিয়ার হিসেবে সকলের কাছে পরিচিত হানিফ,কবির ও আলী অফিসার ইনচার্জ মশিউর রহমান যোগদান করার পর একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা শার্শা থানা অলিখিতভাবে লিজ নিয়েছেন বলে চোরাচালানী ও মাদক ব্যবসায়ী এবং বিক্রেতাদের কাছে এ ধরনের মেজেস পৌছে দেন। যার কারনে শার্শা থানায় কর্মরত অফিসার ইনচার্জসহ তার অধীনস্থ পুলিশ পরিদর্শক তদন্ত ও এসআই,এএসআই এবং পুলিশ কনস্টেবল চোরাচালানী ও মাদকের চালান দেখলেও চোখ বন্ধ করে রাখে। তারা বদলী হওয়ার ভয়ে চোরাচালানী পন্য ও মাদকের চালান দেখেও না দেখার ভান করে। এই দৃশ্য প্রতিনিয়ত শার্শা এলাকার সীমান্ত এলাকায় স্থানীয় লোকজনের চোখে ধরা পড়ে। স্থানীয় লোকজন অভিযোগ করেন,শার্শা থানা এলাকায় পুলিশের ক্ষমতাধর অলিখিতভাবে স্থানীয় হানিফ,কবির ও আলী। এদের সাথে থানা কর্তার অলিখিত সাপ্তাহিক চুক্তি থাকায় ভারত হতে অবাধে চোরাচালানী পন্য ও মাদকের বড় চালান শার্শা এলাকা দিয়ে দেশের বিভিন্ন জেলা শহরে গেলেও ধরা পড়ে না। তবে স্থানীয় সূত্রগুলো আরো জানিয়েছেন,বিজিবি’র টহলদল প্রতিনিয়ত ফেনসিডিল,ইয়াবাসহ চোরাচালানী পন্যসহ ব্যক্তিদের গ্রেফতার করলেও পুলিশ থাকে নিরব দর্শকের ভূমিকায়। সীমান্ত এলাকায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে জনসাধারণের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শার্শা ও বেনাপোল পোর্ট থানায় খোঁজ নিয়ে জানাগেছে,মাসে চোরাচালানী ও মাদকের চালানের যে পরিমান মামলা হওয়ার কথা তেমনতো হয়না। যা হয় তা আবার করে বিজিবি। গত ১৮ ও ১৯ জানুয়ারী বিজিবি’র সীমান্ত এলাকার বিওপি’র টহলদল ১ হাজার ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এর মধ্যে ৬০৯ বোতল ফেনসিডিলসহ শার্শা থানার দূর্গাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রমজানকে গ্রেফতার করে। তাহলে সীমান্ত এলাকায় পুলিশের দায়িত্ব কি এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় জনসাধারণ। এ ব্যাপারে সাংবাদিকগন শার্শা থানার কর্তার কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি এড়য়ে যান। বিষয়গুলো খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যশোরের সচেতন ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here