যশোর শিক্ষাবোর্ডের অবেহলায় বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত শত শত শিক্ষার্থী

0
389

এম আর রকি  : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে কর্মরত কম্পিউটার সেকশনে দায়িত্বরত কর্মকর্তাদের কারণে শতশত শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। উচ্চ মাধ্যমিক পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়ার সুযোগ হারাতে বসেছে।
উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত একজন শিক্ষার্থীর অভিভাবক হুমায়ূন কবীর জানান,তার মেয়ে চলতি বছরে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তার কারণ হিসেবে জানাগেছে,ইতিপূর্বে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পর বোর্ড থেকে নাম সংশোধন করলেও শিক্ষাবোর্ডের কম্পিউটার সেকশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা মূলত তাদের সফটাওয়ারে উক্ত এসএসসি পাশ শিক্ষার্থীর নাম সঠিকভাবে অর্ন্তভূক্ত করেনি। অথচ বোর্ডের নিয়ম মাফিক ফি জমা দিয়ে নাম সংশোধন করা হলেও সফটাওয়ারে ভূল নাম থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের ক্ষেত্রে নামের বানান ভূল থাকায় অন লাইনে অনার্সে ভর্তির জন্য ফরম তুলতে পারেনি। চলতি বছরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে উচ্চ মাধ্যমিক পাশ করেও কয়েকশ’ শিক্ষার্থী বোর্ডের কম্পিউটার বিভাগের যথাযথ দায়িত্ব পালনের অভাবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সূত্রগুলো বলেছে,গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়গুলিতে অনার্সে ভর্তির আবেদন ফরম তোলার শেষ দিনেও অনেক শিক্ষার্থী তাদের নাম ও বয়স সংশোধনের কার্যক্রম পূর্বের ভূল থাকায় তারা সুযোগ থেকে বঞ্চিত হয়। বোর্ডে কম্পিউটার বিভাগের উদাসীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষং অনিশ্চয়তার দিকে যাওয়ার আশংকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক সমীর কুমার কুন্ডুর স্মরনাপন্ন হলে তিনি শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের শান্তনা দেন নাম ও বয়স সংশোধনের কারনে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার দূর করা হবে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা বলেছেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কম্পিউটার বিভাগে যারা দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব ও কর্মে উদাসীনতা নাকি যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়স ও নামের সংশোধনী কার্যক্রম কাগজ কলমে সম্পন্ন করে ফেলে রেখে দেওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বোর্ডের এক বিভাগ অন্য বিভাগের দায়িত্ব ও অবহেলাকে দায়ী করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাত থেকে পার পেয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here