যশোর শিক্ষাবোর্ডে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ১হাজার ১শত ৫৫ শিক্ষার্থী

0
329

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যশোর শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা সম্পন্ন। কোথাও প্রশ্নফাঁসসহ বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি। তবে মঙ্গলবারের এ পরীক্ষায় এক হাজার ১৫৫জন শিক্ষার্থী অংশ নেয়নি বলে নিশ্চিত করেছেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সমীর কুমার কুন্ডু। তিনি জানান, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা মোট শিক্ষার্থী ছিল ৯৯ হাজার ৯ শত ৪৪ জন। তার মধ্যে অংশ নিয়েছে ৯৮ হাজার ৭ শত ৮৯ জন শিক্ষার্থী। ১ হাজার ১ শত ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। অংশ না নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে যশোরে ১৯৬ জন, নড়াইলে ৬৯ জন, মাগুরায় ৮৫ জন, ঝিনাইদাহে ১৪২ জন, কুষ্টিয়ায় ১১৯ জন, মেহেরপুরে ৪০ জন, চুয়াডাঙ্গায় ৬৫ জন, খুলনায় ২১৩ জন, সাতক্ষীরায় ১৩২ জন ও বাগেরহাটে ৯০ জন শিক্ষার্থী। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। কোন ধরণের দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ নেই। প্রতিটি পরীক্ষায় শতাধিকের উপরে বোর্ডের ভিজিলেন্স টিমের সদস্যবৃন্দ মাঠে থাকছে। স্বয়ং বোর্ড চেয়ারম্যান নিজেও মাঝে মাঝে কেন্দ্রে ভিজিট করেছেন। শতভাগ স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়া হয়েছে। তারপরও কোন কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইনে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here