যশোর সদরের একটি মাদ্রাসায় পুলিশের অভিযান বোমা ও বোমা তৈরীর সরাঞ্জামসহ গ্রেফতার ৮

0
609

বিশেষ প্রতিনিধি : নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সদর উপজেলার জিরাট গ্রামের একটি মাদ্রাসায় সমাবেত হওয়ার অভিযোগে পুলিশ ৮জনকে গ্রেফতার দেখিয়েছে। এ সময় গ্রেফতার ও পলাতক আসামীদের দখল হতে ১২টি বোমা ও বোমার তৈরী সরাঞ্জাম উদ্ধার দেখিয়েছে।গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার চাউলিয়া গ্রামের মোসলেম বরকান্দাজ এর ছেলে আশরাফুল ইসলাম,পদ্মবিলা গ্রামের এনায়েত হোসেনের ছেলে মাহমুদ ইসলাম,রুপদিয়া বাজারের নুর ইসলাম শেখের ছেলে আব্দুল্লাহ,জিরাট গ্রামের ইয়াকুব আলীর ছেলে ফয়সাল,মথুরাপুর গ্রামের ইদ্রিসের ছেলে আওয়াল,ঘুনি গ্রামের মানোয়ারুলের ছেলে মোহায়মিনুল,নরেন্দ্রপুর গ্রামের আব্দুল হালিম কারিকরের ছেলে শাহিন ও ঘুনি গ্রামের আব্দুলওহাবের ছেলে আব্দুল আলিম।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই রিপন মিয়া বাদি হয়ে শুক্রবার ৬ এপ্রিল বিকেলে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, গ্রেফতারকৃত আসামী ও তাদের সহযোগী পলাতক আসামী এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামী নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে শুক্রবার বেলা ২ টার পর সদর উপজেলার জিরাট আলিয়া মাদ্রাসায় সমাবেত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনিসহ একদল পুলিশ উক্ত মাদ্রাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমাবেত হওয়া ব্যক্তিরা দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়ার এক পর্যায় উল্লেখিতদের গ্রেফতার করতে সক্ষম দেখায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের ফেলে যাওয়ায় ১২টি হাত বোমা,২শ’ গ্রাম গর্ন্ধক ৫০ গ্রাম বারুদ,৩০টি জ্বালের কাটি,১৫টি খালি জর্দ্দার কৌটা,৩০ টি কাঁচের মার্বেল,৬টি লাল রংয়ের কসটেপ উদ্ধার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী মথুরাপুর গ্রামের আজিজ সরদারের ছেলে মাওলানা আব্দুল হান্নান সরদার, বসুন্দিয়া গ্রামেরৃত আব্দুল জব্বার খান ওরফে কুটির ছেলে হারুন-অর-রশীদ,কচুয়া গ্রামের মাওলানা আব্দুল আজিজের ছেলে বুলবুল,কচুয়া মধ্যপাড়ার কাদের বক্সের ছেলে আব্দুল্লাহ,রুপদিয়ার কুটি চান আলীর ছেলে মাহমুদুল হাসান লাইচ,কচুয়ার আফিল উদ্দিন মোড়লের ছেলে বাবু,একই গ্রামের মনি মিস্ত্রীর ছেলে জহুর মিস্ত্রী,হাটবিলার সুলতানের ছেলে সুমন একই এলাকার কাশেম মোল্যার ছেলে লাল্টু, ফসিয়ার রহমানের ছেলে কামাল,কচুয়ার আক্কাস আলী খানের ছেলে মনিরুজ্জামান লাল্টু,কচুয়ার মাওলানা আব্দুল মালেক খান,হাটবিলার মৃত গোলাম মোল্যার ছেলে আবু মুসা,একই এলাকার ওমর মোল্যার ছেলে জামাল,হাটবিলা (বাগুনে) বদর মোল্যার ছেলে শাহিন ও বাপ্পিসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন ছিল বলে উল্লেখ করেন। গ্রেফতার ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য তৎসহ সন্ত্রাস দমনএবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি গ্রহন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here