যশোর সদরের কিসমত নওয়াপাড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দু’জন ধরাশায়ি

0
314

বিশেষ প্রতিনিধি : অনৈতিক কার্যলাপে লিপ্ত হওয়ার অভিযোগে স্থানীয় লোকজন খসরু আলম ও দু’ সন্তানের জননী বনি খাতুন নামে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খসরু আলম যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া উপশহর ই ব্লক ১৬ নং বাসার বিপরীত পার্শ্বে বজলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। বনি খাতুন কিসমত নওয়াপাড়া ই ব্লক বাসা নং ৭ এর বিপরীত পার্শ্বে আবেদ হাসান ওরফে তোতার স্ত্রী।
কোতয়ালি মডেল থানার এসআই লিটন জানান,শনিবার ভোররাতে বনি খাতুন স্বামী ও দুই সন্তান রেখে সকলের চোখ ফাঁকি দিয়ে খসরু আলমের ভাড়া বাড়িতে গিয়ে উঠে। সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে। পরে প্রথমে উপশহর পুলিশ ক্যাম্পে ও সেখান থেকে তাদেরকে কোতয়ালি মডেল থানায় শনিবার জরুরী ডিউটিরত এসআই লিটনের কাছে সোপর্দ করে। এসআই লিটন খসরু আলম ও বনিকে নন এফ আই আর প্রসিকিউশনের ২৯০ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করে। বিষয়টি এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে। স্থানীয় লোকজন জানান, বনি খাতুনের সাথে ইতিপূর্বে খসরু আলমের অবৈধ সম্পর্ক নিয়ে এলাকায় কানাঘোসা চলে।