যশোর সদরের মুন্সী বাগডাঙ্গায় টাকা চাওয়া নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় মামলা

0
285

বিশেষ প্রতিনিধি : গরু কেনাবেচার টাকাকে কেন্দ্র করে ফার্ণিচার ব্যবসায়ী আকবার আলীকে চিহ্নিত সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার মুন্সী বাগডাঙ্গা গ্রামের মোস্তফার বাড়ির উঠানে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার মুন্সী বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নুর ইসলাম,নুর ইসলামের ছেলে ইমামুল হোসেন ও নুর ইসলামের স্ত্রী রাজিয়া বেগম।
মুন্সী বাগডাঙ্গা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী মোছাঃ শম্পা বেগম কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে এজাহার দায়ের করে বলেছেন, তার স্বামী আকবর আলী ফার্ণিচারের ব্যবসা করে। বাগডাঙ্গা বাবু বাজারে তার ফার্ণিচারের দোকান আছে। নূর ইসলামের কাছে আকবার আলীর ছোট ভাই মোস্তফা একটি গাভী গত ৩ নভেম্বর বিক্রি করতে দেয়। গাভীটি ৩৭ হাজার টাকায় বিক্রি করে নুর ইসলাম ৩০ হাজার টাকা মোস্তফার কাছে দেয়। বাকী ৭ হাজার টাকার বিয়য়টি আকবার আলীকে জানায়। আকবার আলী মোস্তফার বাকী ৭ হাজার টাকা নুর ইসলামের কাছে চায়। গত ৫ নভেম্বর বাবু বাজারে নুর ইসলাম ও তার ছেলে ইমামুল হোসেনের সাথে উক্ত টাকার জন্য আকবর আলীর তর্কবিতর্ক হয়। ৫ নভেম্বর তর্কবির্তর সূত্রধরে রাত ৮ টায় আসামীরা সংঘবদ্ধভাবে মোস্তফার বাড়ির উঠানে আকবার আলীকে পেয়ে এলোপাতাড়ীভাবে মারপিট ও ধারালো চাকু দিয়ে আঘাত করে। আকবার আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আকবার আলীকে যশোর জেনারেল হাসপাতালে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় আকবার আলী মারা যান। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত এজাহার নামীয় কেউ গ্রেফতার হয়নি।