যশোর সদরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে,হতাহত -৫

0
302

বিশেষ প্রতিনিধি : যশোর ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার শানতলা নামকস্থানে থ্রী হুইলার ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দু’জন নিহত ও তিনজন আহতর খবর পাওয়া গেছে। রোববার সকালে এই দূর্ঘটনা ঘটে। নিহতর হচ্ছে,যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (২৭) ও বাঘারপাড়া উপজেলার খলশী বহরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী তানিয়া খাতুন (৩৮)।এ সময় থ্রী হুইলারের চালক নজরুল ইসলাম (৫০),প্রতীক (৩০) ও মনোয়ারা (২৮) গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রত্যক্ষর্শী ও পুলিশ জানায়,রোববার সকালে যশোর শহর থেকে থ্রী হুইলার সিএনজি যানবাহন চুড়ামনকাটি যাচ্ছিলেন। যানবাহনটি সদর উপজেলার শানতলা এলাকায় পৌছালে পিছন থেকে একটি দ্রুত গামী বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক থ্রী হুইলার যানবাহনকে ধাক্কা মারে। এ সময় থ্রী হুইলার যানবাহনটি ছিটকে পার্শ্ববতী খাদে পড়ে যায়। এ সময় যাত্রী হাসান আলী ও তানিয়াসহ অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক হাসান আলী ও তানিয়াকে মৃত বলে ঘোষনা করে। লাশ দু’টি মর্গে প্রেরণ করা হয়। পুলিশ থ্রী হুইলারও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।