যশোর সদরে স্কুল পড়–য়া শিক্ষার্থী অপহরণের ঘটনায় হামলা ভাংচুর দু’টি মামলা গ্রেফতার-৪

0
227

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার এনায়েতপুর গ্রামের স্কুল পড়–য়া শিক্ষার্থী স্বর্ণালী খাতুন (১৫) কে কেন্দ্র করে ছোট বালিয়া ডাঙ্গা গ্রামেরর এক বাড়িতে হামলা মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দু’টি মামলা নিয়েছে। অপহরন ও হামলা মারপিট এবং ভাংচুরের অভিযোগে দু’পক্ষের ৪জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পাশাপাশি অপহৃতা কিশোরীর ২২ ধারার জবানবন্দি গ্রহন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, সদর উপজেলার ছোট বালিয়াডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে রায়হান হোসেন, এনায়েতপুর গ্রামের ফসিয়ার মোল্যার ছেলে ফারুক হোসেন,একই গ্রামের ডাক্তার আব্দুল খালেকের ছেলে মহিদুল ইসলাম ও বিরামপুর কাজীপাড়া সেকেন্দার আলীর ছেলে তরিকুল ইসলাম।
ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ফসিয়ার মোল্যার ছেলে ফারুক হোসেন বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানায় সকালে এজাহার দায়ের করে বলেছেন, তার মেয়ে স্বর্ণালী খাতুন হাশিমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার সময় রায়হান হোসেন প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবের সাথে উত্যক্তসহ কু-প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় রায়হান ক্ষিপ্ত হয়ে অপহরণের হুমকী ও সুযোগ খুঁজতে থাকে। বৃহস্পতিবার ১১ জুন সকালে স্বর্ণালী খাতুন ঘুম থেকে বাড়ির পিছনের রাস্তায় গেলে ছোট বালিয়াডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে রায়হানসহ অজ্ঞাতনামা ২/৩জন দু’টি মোটর সাইকেল যোগে এসে স্বর্ণালীকে ফুসলিয়ে মোটর সাইকেলে জোর পূর্বক তুলে যশোর শহরের দিকে চলে আসে। এঘটনায় পুলিশ রায়হানকে গ্রেফতার ও স্বর্ণালী খাতুনকে উদ্ধার করে। অপরদিকে, ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জহির উদ্দিন মোল্যার ছেলে আবুল কাশেম বৃহস্পতিবার দুপুরে কোতয়ালি মডেল থানায় ফারুক হোসেন,মহিদুল ইসলাম ও তরিকুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞতানমা ১৫/১৬ জনকে আসামী করে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছোট ছেলে রায়হান হোসেন এর সা থে অগচোরে স্বর্ণালী খাতুনের প্রেমের সম্পর্ক থাকার সুযোগে বৃহস্পতিবার ১১ জুন সকাল ৮ টায় স্বর্ণালী তার ছেলের সাথে বাড়িতে চলে আসে। বিষয়টি আবুল কাশেম স্থানীয় ইউপি সদস্য রিপনসহ অন্যাদের জানায়। এঘটনায় বেলা সাড়ে ১১ টায় স্বর্ণালীর পিতা ফারুক হোসেন, মহিদুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫/১৬জন হাতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় ঘরের টিন ভাংচুর করে ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ সময় মহিদুল ইসলাম হত্যার উদ্দেশ্যে মারপিট পূর্বক শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়ে পকেট হতে নগদ ৪২শ’ টাকা ছিনিয়ে নেয়। আবুল কাশেমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা হুমকী দিয়ে চলে যায়। এ ঘটনায় পুলিশ এসে ফারুক হোসেন,মহিদুল ইসলাম ও তরিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার ১২ জুন আদালতে সোপর্দ করে। স্বর্ণালী খাতুনকে শুক্রবার ১২ জুন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক সাইফুদ্দিন হোসাইনের আদালতে হাজির করা হলে সে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।#