যশোর সদর উপজেলায় গৃহবধূকে হত্যার অভিযোগে মৃত যুবকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

0
342

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে গৃহবধূ মেহেরুন্নেছা (৬৫)কে খুন করার অভিযোগে নিহত ইরাদ হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মেহেরুন্নেছার ভাই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়ার বর্তমানে যশোরের অভয়নগর উপজেলার বুঁইকারা গ্রামের মৃত বজলুর রহমান খানের ছেলে আব্দুল মান্নান খান বাদি হয়ে বুধবার ১৮জুলাই মামলাটি দায়ের করেন।
মামলায় আব্দুল মান্নান উল্লেখ করেন,যশোর সদর উপজেলর জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে ইরাদ হোসেন গত ১৬ জুলাই বাদির বোন মেহেরুন্নেছাকে ভাত রান্না করার কথা বলে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে মেহেরুন্নেছা বাড়িতে না ফেরায় ছোট বোন সালেহা বেগম প্রতিবেশী লতা বেগমকে নিয়ে খুঁজতে বের হয়। কোথাও না পাওয়ায় ইরাদ হোসেনের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চলে গেছে। পরবর্তীতে না পাওয়া না গেছে পুনরায় সালেহা বেগম আবার ইরাদ হোসেনের বাড়িতে এসে তার বোনের সন্ধান চায়। ধরে ছিটকানী দিয়ে থাকা ইরাদ হোসেন জানান,তার বোনকে ভাত দিয়ের কথা বললে সে না দেয়াল তাকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী হাঁস মুরগীর ঘরের খোপের মধ্যে লুকিলে রাখা হয়েছে। সালেহা বেগম বিষয়টি শুনে হাঁস মুরগীর খোপের মধ্যে বোন মেহেরুন্নেছার লাশ দেখে চিৎকার শুরু করে। বিকেল ৫ টায় এলাকাবাসী ছুটে এসে ইরাদ হোসেন ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে এসে গণপিটুনী দেয়। মেহেরুন্নেছা হত্যাকান্ডের ব্যাপারে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেহেরুন্নেছার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভর্তি করে দেয়। গভীর রাতে ইরাদ হোসেন মারা যায়। মেহেরুন্নেছা লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। স্থানীয়রা বলাবলি করছে,ইরাদ হোসেন বছর কয়েক পূর্বে এলাকায় সুরাইয়া (১১) নামে এক কিশোরীকে হত্যা করার ঘটনায় কারাগারে র্দীঘদিন ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here