যশোর সদর পুলিশ ফাঁড়ীর বহুলালোচিত পুলিশ পরিদর্শক মতিউর রহমানকে ষ্ট্যান্ড রিলিজ করে পিবিআইতে বদলী

0
335

এম আর রকি : যশোর সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত বহুলালোচিত পুলিশ পরিদর্শক মতিউর রহমানকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকা পিবিআই ঢাকায় বদলী করা হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর থেকে পুলিশ পরিদর্শক মতিউর রহমানের স্ট্যান্ড রিলিজের কার্যক্রম শুরু হয়েছে। এদিকে,গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশ পরিদর্শক ফিরেজ আহমেদ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেছে।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে,প্রায় এক বছর পূর্বে পুলিশ পরিদর্শক মতিউর রহমান যশোর সদর পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি যোগদান করে নিষিদ্ধ পল্লী,মাড়–য়াড়ী মন্দির সংলগ্ন পতিতালয় ও বাবু বাজার পতিতালয় থেকে অবৈধবাবে অর্থ উপার্জনের পথ খুঁজতে থাকেন।তাছাড়া,তিনি যশোর বড় বাজার এলাকায় যে সব অবৈধ কারবারী,চোরাচালানী,মাদক ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে যোগদানের পর তিনি গড়ে তোলেন সখ্যতা। তিনি প্রতিমাসে ৫লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে দায়িত্ব পালন করতেন। সদর পুলিশ ফাঁড়িতে যোগদান করার পর তিনি প্রথমে তার ফাঁড়িতে কোন কোন খাত থেকে অবৈধ অর্থ আসতো সেই পথ গুলোর সন্ধ্যানে একাই দিন রাতে চষে বেড়াতেন। তিনি বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের দোকানে একাই অভিযান চালিয়ে দোকানপাট বন্ধ করে দিতেন বলে খবর রয়েছে। তাছাড়া,তিনি নিষিদ্ধ পল্লী হতে প্রতিরাতে ইতিপূর্বে পুলিশকে দেওয়া অবৈধ অর্থের রের্কড গড়ে তোলেন। নিষিদ্ধ পল্লীতে একজন নতুন যৌনকর্মী প্রবেশ করলে তাকে দিতে হতো প্রায় ১লাখ টাকা। তাছাড়া এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার ক্ষেত্রে একজন পতিতাল সর্দারনী মতিউর রহমানকে দিতে হতো নন্যূতম ৩০ হাজার টাকা। মাড়–য়াড়ী মন্দির সংলগ্ন পতিতালয়ের সামনে গড়ে ওঠা বিভিন্ন চায়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি মাসে নিতেন দোকান প্রতি ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। মাস কয়েক পূর্বে তিনি তার টাকার হার বৃদ্ধির জন্য বেশ কয়েকটি চায়ের দোকান তুলে দেন। তাদের কাছে মোটা অংকের উৎকোচ দাবি করায় তারা তার চাহিদা পূরনে ব্যর্থ হওয়ায় তাদেরকে আর বসতে দেননি তিনি। বড় বাজার সূত্রগুলো আরো জানিয়েছেন, মতিউর রহমান দায়িত্ব পালনের সুযোগে সরকার নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে মাসে মোটা অংকের উৎকোচ নিতো বলে পলিথিন ব্যবসা অব্যাহতভাবে খোলা মেলা ভাবে চলে আসছে। মতিউর রহমানের ন্যায় একজন পুলিশ পরিদর্শক যেভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করতো তাতে বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা হতবাক হয়ে যেতেন। মতিউর রহমান বদলীর খবরে বড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সূত্রগুলো দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here