যশোর সিটি ক্যাবলের এমডি মীর মোশারফ হোসেন বাবু করোনায় আক্রান্ত

0
473

নিজস্ব প্রতিবেদক : যশোরে আজ করোনা পজেটিভ রিপোর্ট আসা ব্যক্তিদের মধ্যে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু রয়েছেন। অল্প সময়ের মধ্যে তিনি কেন্দ্রীয় বাসটারমিনালের কাছে জিডিএল হাসপাতালে ভর্তি হচ্ছেন; যে স্বাস্থ্যকেন্দ্রটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় আগেই।
এছাড়া শনাক্তদের মধ্যে ব্যাংকার, র‌্যাব সদস্য, পুলিশ সদস্য, ডাক্তার, ছাত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

ব্যবসায়ী নেতা মীর মোশাররফ হোসেন বাবু আজ শনিবার সন্ধ্যায় জানান, গেল কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি রয়েছে। সেই অনুযায়ী গত বৃহস্পতিবার তার ও তার ২৫ বছর বয়সী ছেলে মীর মোহতেশাম হোসেন সিজানের নমুনা দেওয়া হয় পরীক্ষার জন্য। আজ আসা ফলাফলে দেখা যায়, তিনি আক্রান্ত হয়েছেন। ছেলে সিজানের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসক, পৌরসভার মেয়র, প্রেসক্লাব সভাপতি প্রমুখের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানান যশোর সিটি কেবলের ব্যবস্থাপনা পরিচালক ও স্বর্ণলতা জুয়েলার্সের স্বত্বাধিকারী মীর মোশাররফ হোসেন বাবু। এই ব্যবসায়ী নেতা কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন। তাদের পরামর্শেই বাবু জিডিএল হাসপাতালে ভর্তি হচ্ছেন।