যশোর সীমান্তবর্তী এলাকার থানা ও পুলিশ ক্যাম্পগুলিতে চাকুরী বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ

0
376

বিশেষ প্রতিনিধি : যশোর সীমান্তবর্তী থানায় ও থানা এলাকার পুলিশ ক্যাম্প এবং ফাঁড়ি গুলিতে র্দীঘ দিন চাকুরী করার সুযোগে বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখতে শুরু করেছে। সম্প্রতি এ ধরনের খবর প্রকাশ হওয়ার পর বেনাপোল পোর্ট থানায় কর্মরত দুই এসআই নড়ে চড়ে বসেছে।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন,যশোরের শার্শা,বেনাপোল পোর্ট,চৌগাছা,ঝিকরগাছা থানা ও উক্ত থানা এলাকার পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র ও ফাঁড়ীগুলিতে যে সব পুলিশ পরিদর্শক,এসআই,এএসআই পদ মর্যাদার ও পুলিশ কনস্টেবল দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তাদের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন দপ্তর থেকে একটি নজরদারি করা হয়েছে। সম্প্রতি সীমান্তবর্তী থানা এলাকার থানা, পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্রগুলিতে যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছেন। সম্প্রতি এ ধরনের খবরে পুলিশ পরিদর্শক পদ মর্যাদার কয়েকজনকে সীমান্তবর্তী থানা এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। এর পর এসআই ও এএসআইদের ধরা হয়েছে। সূত্রগুলো বলেছেন,বেনাপোল পোর্ট থানায় কর্মরত এসআই মনির হোসেন ও এসআই শরীফ শেখ হাবিবুর রহমানসহ যে সব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তাদেরকে বদলীর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছেন। এসআই মনির হোসেন সীমান্তবর্তী থানা এলাকায় পুলিশ কনস্টেবল থেকে এক টাকা এক যুগ যাবত চাকুরী করার সুযোগে বর্তমানে এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। মনির হোসেন ও এসআই শরীফ শেখ হাবিবুর রহমান সীমান্তবর্তী থানা ও থানার অর্ন্তগত পুলিশ ক্যাম্প এবং ফাঁড়ী গুলিতে চাকুরী করে আজ বিশাল অর্থবিত্তর মালিক বসে যাওয়ার বিষয়টি নজরে আসেন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের। এসআই মনির হোসেনকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা তলব করে তার কাছ থেকে সীমান্তবর্তী এলাকায় চাকুরী করার অবস্থান শোনার পর তাকে সীমান্তবর্তী থানা এলাকা থেকে সরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহন করা হয়। যে কোন সময় এসআই মনির হোসেনকে বেনাপোল পোর্ট থানা থেকে সরিয়ে আনা হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছেন। এসআই শরীফ শেখ হাবিবুর রহমানসহ আর যারা এখনও সীমান্তবর্তী থানা এলাকা ও পুলিশ ক্যাম্প এবং ফাঁড়ী গুলিতে চাকুরী করছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছেন। সীমান্তবর্তী থানা এলাকায় র্দীঘদিন চাকুরী করার সুযোগে এরা ওই এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে যে সম্পদ ও অর্থ বিত্ত করেছে তা তদন্ত করলে বেরিয়ে আসার সম্ভবনা রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল এলাকার বাসিন্দারা জানান, এসআই মনির হোসেন ও শরীফ শেখ হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানা থেকে বদলী হলে এলাকার লোকজন মিষ্টি বিরতন করার প্রস্তুতি গ্রহন করে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here