যশোর সীমান্তে বাড়ছে শীতের প্রকোপ

0
382

গরম কাপড়ের সন্ধ্যানে সবপেশার মানুষে ছুটছে গ্রামগঞ্জ বাজার গুলোতে
রাশেদুজামান( রাসেল )বেনাপোল : কয়েক দিন ধরে বইতে শুরু করেছে ঠান্না হাওয়া। সাথে পড়ছে কন কনে শীত। যশোর সীমান্তে হঠাৎ করে প্রচন্ড ঠান্ডায় যবুথবু হয়ে পড়েছে প্রানীকুল। বেকায়দায় পড়েছে ছিন্নমূল সহ নিন্ম আয়ের মানুষ। সব শ্রেনীর মানুষ গরম কাপড় কিনতে ছুটছেন গ্রামগঞ্জের বাজার গুলোতে। পাশাপাশি ফুটপাতে বাড়ছে শীত বস্ত্র বেচাকেনা। শাল চাদর-সুয়েটার শিশু পোশষসহ বিভিন্ন ধরনের শীত বস্ত্র কেনাকাটায় ব্যাস্ত ক্রেতা ও ব্যাবসায়িরা। টানা এক সপ্তাহ ধরে বেড়েছে শীতের প্রকোপ। বাড়ছে শীত বস্ত্রের চাহিদা। তবে এবার শার্শা উপজেলার নাভারন,বাগআচড়া,বেনাপোল,ডিহি সহ স্থানীয় বাজারে শীত বস্ত্রের দামের তুলনায় ফুটপথে গরম কাপড়ের দাম অনেকটা কম হওয়ায় নিন্ম আয়ের মানুষ সহ ছিন্নমুল মানুষেরা ফটপথ থেকে কিনছেন গরম কাপড়। পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন শীত বস্ত্রেরে মার্কেটে। কম দামে শীত বস্ত্র কিনতে পেরে খুশি তারা। ফুটপথে জমে উঠেছে হরেক রকম শীত বস্ত্রের বেচাকেনা। লাভবান হচ্ছেন ক্রেতা বিক্রেতরা। ব্যাস্ত সময় পার করছেন ব্যাবসায়িরা- বস্ত্র ব্যাবসায়িরা আরো জানান,শীত এলেই বাড়ে গরম কাপড়ের চাহিদা। নিন্ম আয়ের মানুষেরা ফুটপথ থেকেই কিনছেন গরম কাপড় লাভবানে হচ্ছে ক্রেতা বিক্রেতারা। মো: সবুর হোসেন কাশেম আলী জানান,শীত বাড়ার সাথেই বেড়েছে শীত বস্ত্রের বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা দিচ্ছেন ব্যাবসায়ি নেতারা। আরো শীত বস্ত্রের বেচাকেনা বাড়বে বলে আশা করেন তারা- উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু জানান,উপজেলা পরিষদ থেকে গরীব ও দু:স্থদের জন্য শীত বস্ত্র বিতরন করা হচ্ছে। তবে সবাইকে সহযোগিতাই এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here