যশোর সীমান্ত এলাকায় পুলিশের নাকের ডগা দিয়ে অবাধে চোরাচালানী ও মাদকের চালান আসছে !

0
319

এম আর রকি : যশোরের সীমান্ত এলাকার থানা,পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র ও ফাঁড়ী পুলিশের দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারনে চোরাচালানী এবং মাদক ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছে। খুলনা রেঞ্জ ডিআইজি’র কাছে নিজেকে ফ্রেশ উপস্থাপন করতে এখন আগের মতো চোরাচালানী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আগের মতো অভিযান চালান না। যার কারনে চোরা চালানী ও মাদক ব্যবসায়ীরা পুলিশের দায়িত্ব কর্তব্য অবহেলার কারনে আবার আগের মতো তাদের কারবার চালিয়ে যাচ্ছে। সূত্রগুলো বলছে,বেনাপোল পোর্ট ,শার্শা থানা ও এই দুই থানার অর্ন্তগত পুলিশ ক্যাম্প,ফাঁড়ী ও তদন্ত কেন্দ্রে কর্মরত কর্মরত কতিপয় পুলিশ কর্মকর্তার গ্রীণ সিগন্যালে চোরাচালানী ও মাদক ব্যবসায়ীরা নড়ে চড়ে বসেছে। তারা পুলিশের কতিপয় কর্মকর্তা ও কর্মকর্তাদের মদদপুষ্ট পাবলিক ক্যাশিয়ার দিয়ে অবাধে চালাচ্ছে তাদের কারবার। যার ফলে গত মাস খানেক যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা অন্তর্গত এলাকায় চোরাচালানী ও মাদকের বড় ছোটখাটো কোন চালান উদ্ধারের তেমন সফলতা নেই। তাছাড়া,চোরাচালানীরা বুক ফুলিয়ে চললেও তাদেরকে অজ্ঞাত কারনে গ্রেফতার করা হচ্ছেনা। তাছাড়া,পাবলিক ক্যাশিয়ার নামে বেনাপোলের সকলের জামাই নামে পরিচিত আমির ও তার ভাগ্নে মনিরুজ্জামান চোরাচালানী ও মাদক ব্যবসায়ীদের গ্রীণ সিগন্যাল দিয়েছে পুলিশের কতিপয় কর্মকর্তার অভয় পেয়ে। যার ফলে চোরাচালানীরা এই সীমান্ত এলাকায় কর্মরত পুলিশ কর্তা ও তাদের সাথে থাকা সদস্যদের আর গুনছেননা। তার কারণ চরম সর্তকর্তার মাধ্যমে সাপ্তাহিক,মাসিক চুক্তির টাকা প্রদান করছেন। চোরাচালানী ও মাদকের বিশাল সিন্ডিকেট এখন সীমান্ত এলাকায় অবাধে চলাচল করছে বলে সূত্রগুলো দাবি করেছে। পুলিশের গ্রীণ সিগন্যাল পেয়ে আবার চাঙ্গা হয়ে উঠছে তারা। সূত্রগুলো আরো বলেছেন,এখন বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানায় যারা পাবলিক ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতো তারা রুট পরিবর্তন করেছেন। তারা চোরাচালানী ও মাদক বিক্রেতাদের বলে দিয়েছে টাকা নেওয়া হবে সময় মতো। বেনাপোল পোর্ট থানা এলাকায় যে সব চোরাচালানী ও মাদক সিন্ডিকেট রয়েছে তাদেরকে আগের মতো থানার কতিপয় কর্মকর্তা পাবলিক ক্যাশিয়ার নামে খ্যাত আমিরের মদদ পুষ্ট কথিত মনিরুজ্জামানসহ কয়েকজনকে দিয়ে তুলছে। শার্শা থানা এলাকায় পুলিশের একজন এএসআই পাবলিক ক্যাশিয়ার ছাড়াও নিজে সরাসরি চোরাচালানী ও মাদক সিন্ডিকেটের কাছ থেকে সাপ্তাহিক টাকা আদায় করার গুঞ্জন রয়েছে। শার্শা থানার অর্ন্তগত বাগআঁচড়া শরিফুল মেম্বর নিজে ও তার শ্যালকসহ কয়েকজনকে দিয়ে ওই সিন্ডিকেট ঠিক রেখেছে বাগ আঁচড়া পুলিশ ক্যাম্পের কতিপয় কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে।সূত্রগুলো বলেছে,শার্শা থানা,নাভারণ, শার্শা থানার অর্ন্তগত গোগার মিল্টন,কাইবার বিল্লাল চৌকিদারসহ কয়েকজন আগের মতো চোরাচালানী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে থানা কর্তা ছাড়াও পুলিশের কয়েকটি সংস্থার নামে সাপ্তাহিক ও মাসিক চুক্তি হারে টাকা আদায় করছে বলে সূত্রগুলো দাবি করেছেন। চোরাচালানী ও মাদক কারবারীদের সাথে বেনাপোল পোর্ট,শার্শা ও এই দুই থানার অন্তর্গত পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র ওফাঁড়ীতে কর্মরত কর্মকর্তার চুক্তি যদি না থাকে তাহলে কিভাবে অবাধে চোরাচালানী ও মাদকের ছোট বড় চালান ভারতে ওপার থেকে পাচার হয়ে আসছে? চুক্তি না থাকলে এসব চালান পুলিশের হাতে জব্দ হতো গ্রেফতার করা হতো এই সব চিহ্নিত চোরাচালানী ও মাদক বিক্রেতারা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট ,শার্শা থানা ও এই দুই থানার অর্ন্তগত পুলিশ ক্যাম্প,তদন্ত কেন্দ্র ও ফাঁড়ী গুলিতে কর্মরত ইনচার্জগনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তারা চুক্তির বিষয়গুলো অস্বীকার করে বলেন এটি সত্য নয়। অবিলম্বে এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন,সীমান্ত এলাকার সাধারণ মানুষেরা।