যশোর সীমান্ত বেনাপোল পুটখালীতে সন্ধ্যায় ১৪টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেফতার বিজিবি’র হাতে

0
464

বিশেষ প্রতিনিধি : খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধীনস্থ যশোরের সীমান্তবর্তী পাঁচ ভূলট বিওপি’র একটি টহলদল বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত পুটখালি গ্রামস্থ বিজিবি মসজিদ বাড়ির পোষ্টের সামনে থেকে ১৬ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ১ কেজি ৬শ’ ৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এসময় স্বর্ণপাচারকারী শ্রী দিলিপ হাওলাদার নমে এক যুবককে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্ব পাড়ার ক্ষুদিরাম হাওলাদারের ছেলে।
বিজিবি’র সূত্রগুলো জানিয়েছেন, গোপন সূত্রে তারা খবর পান বাংলাদেশ থেকে এক স্বর্ণ চোরাচালানী স্বর্ণের একটি চালান ভারতে পাচার করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যারাত সোয়া ৭ টায় উক্ত স্থানে ওৎপেতে থাকে। পরে উক্ত স্থানে এক যুবককে দেখে সন্দেহ হয়। পরে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর উক্ত যুবকের পরনের স্যান্ডেলের ভিতরে লুকায়িত ৮১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে। পরে উদ্ধারকৃত স্বর্ণ ও পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়াধীন চলছিল এ রিপোর্ট পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here