যশোর সেনানিবাস থেকে বাংলাদেশ-ভারত সেনা সদস্যদের যৌথ সাইকেল যাত্রা শুরু

0
1000

বিশেষ প্রতিনিধি : প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এক হাজার ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিতে দ্বিতীয়বারের মত সাইকেল যাত্রা শুরু করেছে বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর ৩০ সদস্যর একটি দল। সোমবার সকাল সাড়ে ৮টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়াম থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়। সাইকেল যাত্রার র‌্যালির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
এর আগে সকাল ৭টায় দু’দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অন্ষ্ঠুানের সূচনা হয়। পরে প্রধান অতিথি সাইকেলিস্টদের সাথে পরিচিত হন। এরপর ওসমানী স্টেডিয়ামে ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেনা সদস্যদের কসরত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণ শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে সাইকেল যাত্রা শুরু করেন। সাইকেল র‌্যালি বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতের কলকাতা, বর্ধমান, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিন্নাগুড়ি, কোচবিহার, বুড়িমারি সীমান্ত হয়ে লালমনিরহাট এবং রংপুর গিয়ে শেষ হবে আগামী ২৬ মার্চ। সাইকেল র‌্যালিতে অংশ নেয়া সেনা সদস্যরা ভারতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো যেমন পরিদর্শন করবেন, তেমনই মুক্তিযুদ্ধের স্মৃতি মনে রেখেছেন এমন স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন। ২০১৬ সালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য বাড়াতে এই ধরণের যৌথ সাইকেল র‌্যালির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১৭ সালে মার্চে প্রথম সাইকেল যাত্রার আয়োজনে অংশ নেন দুই দেশের সেনা কর্মকর্তা ও সদস্যরা।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here