যশোর সেনা নিবাস এলাকায় ভূয়া অনুমতিপত্র দিয়ে প্রবেশে চারজনের নামে মামলা

0
693

বিশেষ প্রতিনিধি : সেনা বাহিনীর সংরক্ষিত এলাকায় ভূয়া অনুপতি পত্র নিয়ে অবস্থান করার অভিযোগে পুলিশ প্রতারক চক্রের ৪ সদস্যকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া জাফর ইকবালের ছেলে আবু বক্কার সিদ্দিক,মনিরামপুর উপজেলার দেবীদাস পুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে বোরহান উদ্দিন,যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিম পাড়ার সফিউল্লাহ হাওলাদারের ছেলে শামীম রেজা ও বালিয়া ভেকুটিয়া গ্রামের কাউছার আলী শেখের ছেলে এসএম নাইম রেজা। এ সময় চক্রের সদস্য যশোর শহরের মুজিব সড়ক ঈদগাহ ময়দানের বিপরীত পাশে সুমন ইন্টার প্রাইজ প্রতিষ্ঠানের মালিক সুমন পালিয়ে যায়।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বর্তমানে যশোর ক্যান্টনমেন্ট বোর্ড অফিস যশোর সেনানিবাস এর সুপার ভাইজার মৃত রুস্তম আলী শেখের ছেলে মেলায়েত হোসেন মিলন কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,বৃহস্পতিবার ৭ জুন রাত ৮ টা ১০ মিনিটে যশোর সেনানিবাস সংরক্ষিত এলাকার দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থান কালে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। তারা সেনা নিবাসে প্রবেশের অনুমতি পরিচয়পত্র দেখান। উক্ত পরিচয় পত্র দেখে বেলায়েত হোসেন মিলনের সন্দেহ হলে আবু বক্কার সিদ্দিক ও বোরহান উদ্দিনকে গ্রেফতার করে। পরে আবু বক্কার সিদ্দিকের কাছে দু’টি পরিচয়পত্র পাওয়া যায়। যা ভূয়া ও জালজালিয়াতি। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সহযোগী শামীম রেজা ও এএসএম নাইম রেজাকে গ্রেফতার করা হয়। ভূয়া পরিচয়পত্র প্রস্তুতের অভিযোগে কম্পিটউার দোকান্দার সুমন ইন্টার প্রাইজের মালিক সুমনকে গ্রেফতার করতে পারেনি। তবে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here