যশোর হামিদপুর নুড়িতলা ব্রীজের উপর দস্যুতা একজনকে ধরে গণধোলাই

0
306

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে যশোর নড়াইল রোডস্থ যশোর সদরের হামিদপুর নুড়ি তলা ব্রীজের উপর এক ওয়ার্কসপ মিস্ত্রীর কাছে দস্যুতা সংঘঠিত হয়েছে। দস্যুতার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন দস্যু চক্রের সক্রিয় সদস্য বলু গাজীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে শহরের বারান্দীপাড়া মাঠপাড়া বাবুর বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় দস্যুতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলার বাউলিয়া গস্খামের ওয়াজেদ আলী মোল্যার ছেলে অহেদ আলী জানান,নীলগঞ্জ তাঁড়ী পাড়া নিউ তৌহিদ ইঞ্জিনিয়ারিং নামক তার একটি ওয়ার্কসপ রয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ রাতে ওয়ার্কসপ হতে বাড়িতে যাচ্ছিল। রাত ১০ টায় হামিদপুর নুড়িতলা ব্রীজের উপর পৌছালে উক্ত আসামীসহ তার সহযোগীরা তাকে গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ ৭২০ টাকা ৭ হাজার ২শ’ টাকার মূল্যের মোবাইল ছিনিয়ে নেয়। দস্যুরা টাকা ও মালামাল নেওয়ার পর অহেদ আলী কিছুদূর গিয়ে সেখান থেকে লোকজন নিয়ে উক্ত ব্রীজের উপর দস্যুদের ধরতে ধাওয়া করে। দস্যুরা দৌড়ে পালানোর এক পর্যায় বলু গাজীকে ধরে ফেলে। সেখানে তাকে গণধোলাই দেয়। বলু গাজী তার সহযোগী শহরের বারান্দীপাড়া মাঠপাড়ার সাঈদের ছেলে সজিব ও একই এলাকার বাবলুর ছেলে বিল্লালের নাম বলেছে। এ সময় অপ্সাতনামা ১জন ছিল বলে জানান। বলু গাজীকে স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। আহত অবস্থায় বলু গাজীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #