যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’ নারীর মৃৃৃৃত্যু

0
291

বিশেষ প্রতিনিধি : যশোর জেনারেল হাসপাতালের আইসোলোনে চিকিৎসারত অবস্থায় জাহানারা বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। তার শরীর থেকে স্যাম্পুল নিয়ে পাঠানো হলেও রিপোর্ট এষনও আসেনি। এছাড়া,হালিমা নামে এক নারী গত ১৭ মে হাসপাতালে মারা যাওয়ার পূর্বে তার স্যাম্পুল সংগ্রহ করা হলেও তার রিপোর্ট আজও পাওয়া যায়নি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ১৭ মে বেলা একটা ৫০ মিনিটে জাহানারা হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে মহিলা পেয়িং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। একই সঙ্গে তাকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।
১৯ মে মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে জাহানারা মারা যান। কিন্তু করোনা পরীক্ষার ফল এখনো এসে পৌঁছায়নি । মৃত জাহানারা যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আরএমও ডা. আরিফ।
তিনি জানান, সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় এ যাবত মোট ৪ জনের মৃত্যু হলো।