যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সেবিকাসহ নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ১৬জন,জেলায় আক্রান্ত ১শ’ ৭১জন

0
330

এম আর রকি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় ও অত্র হাসপাতালে একজন সেবিকাসহ যশোর জেলায় নতুন করে ১৬ জন কোভিড-১৯ ভাইরাতে আক্রান্ত হয়েছে। যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,বুধবার ১০ জুন রাতে ও বৃহস্পতিবার ১১ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে প্রেরিত ৮৫ টি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে প্রেরিত ৩৯টি মোট ১শ’ ৭১ টি রিপোর্টের মধ্যে ১৬টি পজিটিভ আসে। পজিটিভ ১৬ জনের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় (৫৮),অত্র হাসপাতালের সেবিকা শারমিন আক্তার (৪৩) রয়েছে। আক্রান্তের মধ্যে যশোর সদরে ৪জনের মধ্যে (৫৬) বছরের পুরুষ,(৩৫),(৫৫) পুরুষ ও যশোর জেনারেল হাসপাতালের সেবিকা শারমিন (৪৩) রয়েছে। শার্শা উপজেলায় ৩ জনের মধ্যে (৫০) বছর বয়সের নারী,(৪৫) নারী ও (৬০) বছরের পুরুষ, ঝিকরগাছা উপজেলায় ১ জন (৪৮) বছরের পুরুষ ও কেশবপুর উপজেলায় ২জনের মধ্যে ডাক্তার দিলীপ কুমার রায় (৫৮) ও (১৬) নারী,মনিরামপুর উপজেলায় ২জনের মধ্যে (৩৫) পুরুষ ও (৩৮) পুরুষ এবং অভয়নগর উপজেলায় ৪জনের মধ্যে (৪০) নারী, (৩৮) পুরুষ,(৫৫) পুরুষ ও (৫২) পুরুষ। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, গত ৯ জুন ডাক্তার দিলীপ কুমার রায়ের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া, যশোর জেলা থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণকৃত ৩শ’ ৩৯টি স্যাম্পুল পেন্ডিং রয়েছে বলে জানাগেছে। বৃহস্পতিবার ১১ জুন যশোর জেলা থেকে নতুন করে ১শ’ ৩টি ও ফলোআপ ৩টি মোট ১০৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অপরদিকে, ডাক্তার দিলীপ কুমার রায়ের স্ত্রী বুধবার করোনায় পজিটিভ আক্রান্ত হওয়ার পরের দিন স্বামী আক্রান্ত হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীরা আতংকের মধ্যে পড়েন। ডাক্তার দিলীপ কুমার রায়ের কেশবপুরের বাড়িটি লক ডাউন করা হয়েছে। সেবিকা শারমিনের বাড়ী লক ডাউন করার প্রস্তুতি গ্রহন করেছেন স্থানীয় প্রশাসন। সিভিল সার্জন অফিস সূত্রে আরো বলা হয়েছে,নতুন করে ১৬ জন কোভিড-১৯ আক্রান্ত নিয়ে জেলায় এ যাবত মোট আক্রান্তর সংখ্যা ১শ’ ৭১ জন। আক্রান্তর মধ্যে ৯৯ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র গ্রহন করেছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়।