যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চোখের পাওয়ার নির্ণয়ের জন্য রিফ্রাশন কক্ষের উদ্বোধন

0
595

বিশেষ প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ বলেছেন,যশোর বাসীর র্দীঘদিনের দাবি পূরণ হয়েছে। আমার মুখ গর্বে ভরে গেছে। বিভিন্ন বয়সের নারী পুরুষের চোখের পাওয়ার নির্ণয়ের কাজ অত্র হাসপাতালে ছিলনা। এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন এই হাসপাতালে চোখের পাওয়ার নির্ণয়ের কাজ নিশ্চিত করার জন্য রিফ্রাকশন কক্ষ খোলা হয়েছে। এখন থেকে চোখের পাওয়ার নির্ণয় সমস্যা রইলো না। ইতিপূর্বে এই হাসপাতালে চোখের পাওয়ার নির্নয়ের মেশিনসহ সকল যন্ত্রপাতি থাকলেও রিফ্রাকশনের ব্যবস্থা ছিলনা। চোখের পাওয়ার নির্ণয়ের জন্য আমার স্বজনেরা ও যশোর বাসী আমার প্রতিষ্ঠানে গিয়ে এর ব্যবস্থার কথা জানাতো। আমি অত্র হাসপাতালে তত্ত্বাবধায়নের দায়িত্ব পালনের পর আমার কাছে চোখের পাওয়ার নির্ণয়ের কথা জানিয়েছেন অনেকে। র্দীঘদিনের সেই সমস্যার অবসান ঘটলো। বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের ১২০ নং কক্ষে রিফ্রাকশন কক্ষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ এই কথা বলেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগীয় প্রধান ডাক্তার গিয়াস উদ্দিন তার বক্তব্যে বলেন, যশোর জেনারেল হাসপাতালে রিফ্রাকশন কক্ষে চোখের পাওয়ার নির্ণয়ের জন্য দক্ষ একজন সিনিয়র ষ্টাফ নার্সকে গড়ে তোলা হয়েছে। ইতিপূর্বে অত্র হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স মোছাঃ তাসলিমা পারভীনকে ছয় মাসের প্রশিক্ষনের মাধ্যমে রিফ্রাকশ করার জন্য গড়ে তোলা হয়েছে। সাইটসেভার্স এর ব্যবস্থাপনায় ইতিপূর্বে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে ৬ মাসের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।বর্তমানে রিফ্রাকশনের জন্য মোছা তাসলিমা পারভীনকে দক্ষতার সাথে গড়ে তোলা হয়েছে। রিফ্রাকশন কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে অত্র হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ড চক্ষু ডাক্তার হিমাদ্রী শেখর,ডাক্তার আশিকুজ্জামান,সাইট সেভার্স খুলনা বিভাগীয় ইমপ্রিলিমেন্ট কর্মকর্তা বনফুল চুমকিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ ও চক্ষু বিভাগীয় প্রধান এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার গিয়াস উদ্দিনের স্বাক্ষরে হাসপাতালে সপ্তাহে দু’দিন রিফ্রাশনের একটি রোষ্টার ইতিপূবে করা হয়েছে। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার চোখের পাওয়ার সমস্যায় জর্জরিত রোগীরা রিফ্রাকশনের মাধ্যমে তাদের চোখের পাওয়ার নির্ণয় করে চক্ষু চিকিৎসকের মাধ্যমে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here